‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় স্থগিত করে মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এক রিটে চূড়ান্ত শুনানির পর ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে ২০২০ সালের ১০ মার্চ রায় দেন হাইকোর্ট।
রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করেন মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা। এই লিভ টু আপিলটি গতকাল সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। পরে আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখা হয়।