বাংলাদেশ ক্রিকেটের জয় উদযাপনে জাতি ঐক্যবদ্ধ : তারেক রহমান
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
বাংলাদেশ ক্রিকেটের জয় উদযাপনে জাতি ঐক্যবদ্ধ : তারেক রহমান
টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসামান্য ৩-০ ক্লিন সুইপ করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই অসাধারণ কৃতিত্ব দলের সবার অটুট নিষ্ঠা, ব্যতিক্রমী দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ।
এই ধরনের জয় শুধুমাত্র দলের বা ক্রিকেটারের প্রতিভা প্রদর্শন করে না বরং সারা দেশ জুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে।
বাংলাদেশ ক্রিকেটের এই বিজয় উদযাপনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তারেক রহমান।
মুক্তআলো২৪.কম