শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ


রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেওয়া শিক্ষকদের দুটি পৃথক দলকে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা।

অন্যদিকে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্তরা।
এনটিআরসিএ’র নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের দাবি, বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে দ্রুত পুর্ননিয়োগ দেওয়ার দাবি জানান।








মুক্তআলো২৪.কম