ধর্ষণের শিকার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হয়েছে

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ১১:৩০ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার


মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।আশরাফুল আলম বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন মুরশিদ। উপদেষ্টার নির্দেশ ও মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।
হাসপাতাল সূত্র জানায়, আজ বিকাল ৫টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন।

ওই ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলাটি করেন। মামলার আসামি চারজনকেই ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা পুলিশ সুপার মাহমুদা মিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন শিশুটির বড় বোনের স্বামী অভিযুক্ত সজিব, শ্বশুর হিটু মিয়া, শাশুড়ি জায়েদা বেগম ও ভাশুর রাতুল। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মাগুরা সদর থানা পুলিশ শাশুড়ি ও ভাশুরকে আজ শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করে। আর গত বৃহস্পতিবার রাতে শিশুটির বোনের শ্বশুরকে ও শুক্রবার বোনের স্বামীকে আটক করা হয়।

উল্লেখ্য, তৃতীয় শ্রেণির ছাত্রী ৮ বছরের মেয়ে তার বোনের বাড়িতে বেড়াতে এসে গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়। অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুরে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। এখন তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে।









মুক্তআলো২৪.কম