সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি

মুক্তআলো২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১১ এপ্রিল ২০২৫ শুক্রবার

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট


সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকাসংলগ্ন ব্রিজের ওপর ঢাকামুখী সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৭০৬) একটি যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার তায়েফুর রহমান জানান, বাসটি ব্যাংকটাউন বাসস্ট্যান্ডে থামলে তিনজন যুবক যাত্রী সেজে বাসে ওঠে। বাসটি ব্রিজের ওপর পৌঁছামাত্রই তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন,স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে দ্রুত বাস থেকে নেমে যায়।

তিনি সন্দেহ প্রকাশ করেন ,বাসের চালক ও সহকারী এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের মতে, চলন্ত বাসে এই ধরনের ডাকাতির ঘটনা সাভারে নতুন নয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে যাত্রীদের ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,বাসে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।









মুক্তআলো২৪.কম