৬৮০ কোটি ডলার গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি

অনলাইন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৭ আগস্ট ২০১৪ রোববার | আপডেট: ০৫:২১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার

সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে ৬৮০ কোটি ৬০ লাখ (৬ দশমিক ৮০ বিলিয়ন) ডলার গত অর্থবছরে পণ্য বাণিজ্যে। ২০১২-১৩ অর্থবছরের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭০১ কোটি ডলার।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে তিন হাজার ৬৫৭ কোটি ১০ লাখ (৩৬ দশমিক ৫৭ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ৯ শতাংশ বেশি। অন্যদিকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ২০১৩-১৪ অর্থবছরে মোট দুই হাজার ৯৭৬ কোটি ৫০ লাখ (২৯ দশমিক ৭৬ বিলিয়ন) ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি।
২০১১-১২ অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ৯৩২ কোটি ডলার, যা ছিল এ যাবতকালের সর্বোচ্চ ঘাটতি। রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় বাংলাদেশে বরাবরই পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল।
২০০৫-০৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ২৮৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০৬-০৭ অর্থবছরে তা বেড়ে ৩৪৫ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়ায়।
বিশ্ব অর্থনীতির মন্দার কারণে খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ২০০৭-০৮ অর্থবছরে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৫৩৩ কোটি ডলারে।
তবে ২০০৮-০৯ অর্থবছরে তা ৪৭১ কোটি ডলারে নেমে আসে। ২০০৯-১০ অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল ৫১৫ কোটি ৫০ লাখ ডলার।
নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।