সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না...
সৌভিক দা`
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ৯ মে ২০১৪ শুক্রবার | আপডেট: ০২:০৯ এএম, ২০ মে ২০১৪ মঙ্গলবার

আমি তো তোমার কাছে বিকোতেই চাই। সহজ শর্তে, বিপননযোগ্য সুদৃশ্য প্যাকেটে ভরে তোমার কাছে রপ্তানি হইতে চাই : তুমি বন্দর আব্বাস থেকে কিনে নিতে পারো আমাকে অতি সুলভ মুল্যে। তারপর তোমার কিচেনে অথবা ড্রয়িংরুমে সাজায়ে রাখতে পারো, সেফটিফিনের মত ব্লাউজের সাথে লাগায়ে রাখতে পারো কিংবা চাইলে বিক্রয় চুক্তির কোন শর্ত ভঙ্গের দায়ে সারারাত বেডরুমের লাগোয়া বারান্দায় ঝুলায়ে রাখতে পারো। আমি তবু তোমার কাছেই বিক্রি হইতে চাই, পাইকারি দরে, বাজারপড়তি সিনেমার টিকেটের মত কম দামে। সহজ শর্তে...
০৬ বোশেখ ১৪২১