আহম্মেদ রফিক এর কবিতা-

`কবির ইচ্ছাগুলি`

আহম্মেদ রফিক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৩:৩৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১২:২১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার

প্রথমত সিস্টেমের কাছে কিছু প্রত্যাশা 
হিসাব করে পা ফেলা
কমিয়ে ফেলা ভুলের মাত্রা 
যেন বাদ দিয়ে যায় কিছু বোঝাপড়া
কিছু ঋণ  মউকুফ কিছু দর অজানা    
অন্তত আংশিক  অধিকার থাকে তারই


কবির ইচ্ছাগুলোর হিসাব মিলেনা 
মেলানো সহজ নয় কিছুতে 
বিকালের সোনারোদে পুড়ে যে সভ্যতা হয় বর্ণীল
কিছু ধার দেনা চাওয়া আর কল্পনা
প্রেমিকের বিমূর্ত চেনা ছবি – কবি
উন্মাদনা কামনার, চেয়ে থাকে বাসনা


যদি দেখে নেয়া যেত ভিত্তি এই মাটির 
বংশপরম্পরায়
কতটুকু ক্ষেদ আর কতটুকু খাঁটি 
ভাবনার কাছে দূরে সরে গেছে কোন সে পথিক
পথিকৃৎ কবিতার কবি