ফেরদৌস হাসান খান এর কবিতা-
`এ দেশটা তো জল্লাদের নয়`
ফেরদৌস হাসান খান
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার | আপডেট: ১২:২০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার
মগ্নতার দুপুরে শুকায় অশ্রু
বাস্তবতার রোদ্দুরে
শেষ নিঃশ্বাস ফেলে চলে গেছে গোধুলী সূর্যাস্তের সাথে
আজ জোছনারও মৃত হয়েছে রমণীর মসৃণ চুলে
যুবকেরা ঘিরে আছে নিঃসঙ্গ ফুটপাত
বাস্তুহারার দলের মত মোমের আলো নিয়ে দাঁড়িয়ে
হাজার লক্ষ বাঙালী ফ্যাকাসে মুখে হতাশা আর ক্ষোভ নিয়ে
একটাই প্রশ্ন সবার মাঝে
এ দেশটা তো জল্লাদের নয়,
নয় নরপশু, মানবতাবিরোধী কিংবা রাজাকারের।।
সমাজের সর্বত্র চোরাবালি
বাতাসে চিৎকার ভাসে সতীত্ব্ হারা নারীর
কবিতার আঁতুড় ঘর কবিদের আনাগোনা
তবুও জন্ম নেয় না প্রতিবাদী কবিতা
বিব্রত অস্তিত্বের কাছে ক্ষুণ্য আমার স্বাধীনতা
প্রোজ্জ্বল কবিতাগুলো নির্বোধ বিশ্বাসে পরে থাকে
ক্ষমতাহীন ডাইরির পাতার ভেতর।।
রাজনীতির নোংরামির নির্মমতায়
ব্যর্থ সেমিনার, ব্যর্থ সমাবেশ, ব্যর্থ দেয়ালের পোস্টার
নিষিদ্ধ শ্লোগানে রাজবন্দী প্রেম-পাগল ক্ষীণকায় যুবক
পরিচিত শহরের রাস্তা জুড়ে সাঁজোয়া বাহিনী, কারফিউ, ১৪৪ ধারা
অন্ধকারের বীভৎসতায় হাত পা বাঁধা মানুষের লাশ
অসহায় নির্বাক দর্শকের মত আমজনতা নিজেকে সরিয়ে রাখে
নির্বোধ চেতনায় নির্গত শব্দমালার জাগরণ থেকে
নির্বিবেকি কাফনের আড়ালে দাঁড়িয়ে কবি-শোকহীন,
মানবিক অহংকারে জীবিতের মুখোমুখি হয় চেতনায় বিরল কাব্যভাষায়।।