আত্নাকে...!"Kobi Md.Sarowar Zahan

আত্নাকে...!"

BY-Kobi Md.Sarowar Zahan

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০১:১৯ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার | আপডেট: ০৬:২২ পিএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার

Kobi Md.Sarowar Zahan

Kobi Md.Sarowar Zahan

যখন আমার সচল মস্তিষ্কে
তুমি থাক
তখন পৃথিবী থাকে না
পৃথিবীতে আর
সুখেরা স্বীকার করে
লাল নীল সোনালী মাছ...!
তাই সময় পেলেই
অচল হই
মাঝে মধ্যে কবিতা
লিখে ফেলি
ফেসবুক কিম্বা ব্লগে
লিটল ম্যাগাজিনে
কিছু প্রিয় শব্দের সমাহারে
আত্বাকে ছুঁয়ে দেই পরম আত্নায় ।
========================
09-04-15
Kallyanpur.Dhaka-1207