পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি
মোঃসরোয়ার জাহান
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রোববার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঙ্গবন্ধুর স্নেহভাজন সাবেক বিদ্যুৎ জ্বালানী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি,ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকায় গত কয়েক মাসে অসংখ্য জনসভা কর্মীসভা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমগ্র বাংলাদেশে বিশেষ আলোচিত সংসদ সদস্য হিসেবে রয়েছেন।
এ্যাড. শামসুল হক টুকু এমপি এই আসনের তার সময়ে যে উন্নয়ন তিনি করেছেন তাতে অনেকেই ঈর্ষান্বিত।তিনি এবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এবং তৃণমূলে তিনিই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
অপরদিকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নের দৌড়ে আরও যারা আছেন,তাদের মধ্যে উল্লেখযোগ্য ড. অধ্যাপক আবু সাইদ যিনি সংস্কারপন্থি হিসেবে বর্তমানে দলের কর্মকান্ডের বাইরে রয়েছেন এবং তার এলাকায় গত সংসদ নির্বাচনের পরে তিনি গিয়েছেন কিনা সাধারণ মানুষ বলতে পারবেন না।
মুক্তআলো২৪.কম/২৯অক্টোবর