শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন:এ্যাড.শামসুল হক টুকু

মোঃসরোয়ার জাহান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ১২:০৪ এএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা তিনি জানেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হলে নতুন প্রজন্মকে, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। যুব সমাজকে এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে তাদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলাই জননেত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে এই অভিযানের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (০৫জুলাই) বিকেলে সাবেক বিদ্যুৎ,জ্বালানী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি আজ ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা য় এসেই সাঁথিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সমন্বয় সভায়  বলেন, জঙ্গি সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে নির্বাচিত প্রতিনিধি এবং সকল শ্রেণী-পেশার মানুষের যে নাগরিক দায়িত্ব, নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে আমরা জঙ্গি সন্ত্রাসী এবং মাদক মুক্ত সমাজ গঠন করতে পারি।

এরপর সাবেক বিদ্যুৎ,জ্বালানী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.শামসুল হক টুকু এমপি সাঁথিয়া উপজেলার বোয়ালমারীতে প্রশাসন কর্তৃক আয়োজিত “মাদক সন্ত্রাস ইভটিজিং এবং বাল্যবিবাহের বিরুদ্ধে “সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  বলেন,আমি আশা করি আমার নির্বাচনী এলাকায়ও মাদকের শেষ চিহ্নটুকু নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সকল শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা নিশ্চয়ই শেখ হাসিনার নির্দেশনায় এই এলাকাকে মাদকমুক্ত করতে পারব ইনশাল্লাহ।
এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,মাদক ব্যবসায়ী যেখানে সেখানেই আমাদের জনতার আক্রমণ। তিনি বলেন মাদক ঘাতককে  সমাজ চ্যুত করা আমাদের সামাজিক অঙ্গীকার এবং দায়িত্ব।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি আরো বলেন,আসুন আমরা সবাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করি এলাকা থেকে মাদককে নির্মূল করি এবং যুব সমাজ ও নতুন প্রজন্মকে একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ উপহার দেই।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার (১৪ জুলাই) পাবনাতে আগমন বার্তা  উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ ,মহিলা আওয়ামী লীগ এর নেতা কর্মী এবং সাধারণ জনগণের কাছে পৌঁছে দেন। এবং তিনি সকল নেতাকর্মীকে ১৪ তারিখে দুপুর ২ টার মধ্যে পাবনায় জননেত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

 

মুক্তআলো২৪.কম