কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯
শাহানা চৌধুরী
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কবি শাহানা চৌধুরী
আর কতদিন অশ্রুধারায়
মুষলধারে বৃষ্টি হবে,
আর কতদিন ঈশান কোণে
কালো মেঘের জটলা রবে?
আর কত দিন ধৈর্য চূড়ায়
ভিনদেশে তে একলা তুমি,
আর কতদিন নীরব-নিথর
ভেজা দুপুর শূন্য আমি?
আর কতদিন বুকের ক্ষতই
জমাট বাঁধা রক্ত প্রগাঢ়,
আর কতদিন যমুনা ধারে
থাকবো দুজন এপার ওপার?
আর কতদিন তৃষ্ণাকাতর
উষ্ণ পানির স্রোতের ধারা,
আর কতদিন শক্ত শিকল
পায়ে বেরি দৃষ্টি কারা?
আর কত দিন নাই বা এলে
শূন্য ঘরে একলা রবো,
আর কতদিন তানপুরাতে
ধুলোর রঙে মলিন হবো?
আর কতদিন উজান ভাটা
শীতের পরশ শুষ্ক ঠোঁটে,
আর কতদিন জীবন বৃথা
তোমায় ছাড়া অবুঝ প্রাতে?
==================