এম আর ফারজানা`র কবিতা-
`জ্যোৎস্নারাতে মৃত্যুর অপেক্ষা`
এম আর ফারজানা
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৫ মে ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২১ এএম, ২৫ জুন ২০১৪ বুধবার

আমি এ ভূবন ছেড়ে
যাব খুব তাড়াতাড়ি ঐ ঊর্ধগগনে।
তাই শুনে বন্ধু আমার
খুলে তার বন্ধ মনের দ্বার
দেখতে এসেছে আমায় সংগোপনে।
দিয়েছি পাড়ি অনেক পথ আমি
একা একা বহুদূর ।
আজ জ্যোৎস্না রাতে রবে বন্ধু আমার সাথে,
হোক না সে ক্ষন ছোট- তবু ও তা সু-মুধুর।
দক্ষিনা বাতাসের মৃদু কম্পন
গাছের শাখায় কিছু স্পন্দন,
গুনছি আমি শেষ নিঃশ্বাসের প্রহর।
দেবদূত আজ আসবে আমায় নিতে নাইওর।
খেলেছি আমরা বহু লুকোচুরি খেলা
করো না বন্ধু আমায় আজ অবহেলা
থাক সাথে যতক্ষন আছে এ দেহে প্রাণ
চলে যেও তুমি সেই চেনা পথে,
হলে আমার জীবনের আবসান ।
( কবিতাটি “নারী ও স্বদেশ” বইয়ে প্রকাশিত)।