৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি
অনলাইন ডেস্ক
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৫ মে ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৩ এএম, ১৯ মে ২০১৪ সোমবার
ব্রিটিশ চিত্রশিল্পী জনাথন ইও`র আঁকা মালালার প্রতিকৃতি নিলামের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি
২০১৩ সালে ব্রিটিশ চিত্রশিল্পী জনাথন ইও মালালার এই প্রতিকৃতিটি এঁকেছিলেন ।মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি এক লাখ আড়াই হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী । বাংলাদেশি মুদ্রায় এর দাম ৭৮ লাখ ২৫ হাজার ৭৬০ টাকা।মালালার ছবি বিক্রি ৭৮ লাখ টাকায়।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার নিউ ইয়র্কে এক নিলামে ছবিটি এ দামে বিক্রি হয়। এই অর্থ নাইজেরিয়ার নারীদের শিক্ষা খাতে ব্যয় করা হবে।গত বছর ব্রিটিশ চিত্রশিল্পী জনাথন ইও ১৬ বছরের কিশোরী মালালার এই প্রতিকৃতি এঁকেছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ প্রাথমিকভাবে ধারণা করেছিল, এই প্রতিকৃতির দাম ৬০ থেকে ৮০ হাজার ডলার উঠতে পারে।প্রতিকৃতি বিক্রির এই অর্থ মালালা ফান্ডে জমা হয়েছে। নাইজেরিয়ায় নারীদের জন্য কাজ করে—এমন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে ওই ফান্ডে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দুই বছর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান বন্দুকধারীদের ছোড়া গুলি মালালার মাথায় লাগে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে সেখানেই বাস করছে।