করোনা সচেতনায় ইয়াং বাংলার অনলাইন সেমিনার

মুক্তআলো ২৪.কম

মুক্ত আলো

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার

অধ্যাপক  ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

 

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী নিজেদের তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে সচেতনা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা। এসব স্বেচ্ছাসেবী মানবেতার সেবায় এখন বাইরে কাজ করে যাচ্ছেন। সেমিনারে ‘করোনার সময়ে স্বেচ্ছাসেবক ও সুরক্ষা’ সম্পর্কিত দিকনির্দেশনা দেয়া হয়েছে।

 

ইয়াং বাংলার স্বেচ্ছাসেবীরা সিআরআই‘র মাধ্যমে নির্বাচিত হন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী এখন নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রাণঘাতী এই করোনার প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী প্রায় সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের মধ্যে বর্তমানে রয়েছে গরীব ও দিন মজুর মানুষদের খাবার সরবরাহ করা। যারা এখন কঠিন সময় পার করছেন।

 

ইয়াং বাংলার স্বেচ্ছাসেবীরা মাইকিং করে ও দোকানের সামনে এবং অন্যান্য যায়গায় সার্কেল দিয়ে সামাজিক দূরত্ব বজার রাখার জন্য ক্যাম্পেইন করছে। যেহেতু এসব স্বেচ্ছাসেবী বাইরে কাজ করছে তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এজন্য সিআরআই তাদের ২০০ কমিউনিটির লিডার ও অন্যান্য সুস্থ স্বেচ্ছাসেবীদের মাঝে এরই মধ্যে বেশ কয়েকটি অনলাইন সেমিনারের আয়োজন করেছে। এসব সেমিনারে ‘করোনার সময়ে স্বেচ্ছাসেবক ও সুরক্ষা’ সম্পর্কিত দিকনির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বিশিষ্ট চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) লিভার ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল আহতাব (স্বপ্নিল) তরুণদের বিভিন্ন দিক নির্দেশনা ও প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, যখন বিশ্বব্যাপী এ ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, আপনারা মানবতার সেবায় কাজ করছেন, সেরা কাজ করছেন। তবে তিনি বলেন, এসময় বাইরে কাজ করে বাড়িতে আসার পর আপনাদের জুতা বাইরে রাখবেন, সম্ভব হলে। অথবা ঘরের ভিতরে রাখার আগে ভালভাবে পরিস্কার করতে হবে।

 

তিনি আরো বলেন, বাইরে কাজ করার সময় একটি বক্সে করে ঘড়ি, ওয়ালেট ও অন্যান্য জিনিষ রাখতে পারেন। সেই সঙ্গে মোবাইল বাইরে থেকে এসে মোবাইল পরিস্কারের কথাও উল্লেখ করেন তিনি বলেন, প্রত্যেকের সারজিকাল মাস্ক ব্যবহার করার দরকার নেই।

আপনারা দুই তিন স্তরে মাস্ক ব্যবহার করতে পারেন। তিনি ডি হাইড্রেশন ও হিট স্ট্রকের বিষয়েও সকলকে সতর্ক করেন।

 

অধ্যাপক ডা. মামুন আল আহতাব করোনা নিয়ে ভুয়া নিউজের বিষয়েও সজাগ থাকতে বলেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়া ভুয়া খবর ও গুজব ঠেকাতে একটি অ্যাপ তৈরি করেছে। আমি অবাক হয়ে যাই যখন দেখিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো ব্যবহার করে মানুষ ভুয়া খবর ছড়াচ্ছে। কেন মানুষজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিশিয়াল সাইটে ঢুকে না এসব চেক করে না।

 

বাংলাদেশে এই মহামারীর পরিস্থিতি সম্পর্কে বলেন, যখন পুরো বিশ্ব এই ভাইরাসে ভয়ে, বিশ্ব জুড়ে বিভিন্ন শহর লকডাউন করা হয়েছে, তেমনি বাংলাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে কম পদক্ষেপ নেয়নি। এছাড়া ইয়াং বাংলার অনলাইন সেমিনারে ‘ঘরে থাকুন’ এ বার্তার উপর জোর দেয়া হয়।

 

ইয়াং বাংলার দ্বিতীয় অনলাইন সেমিনারে পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বারডেম হাসপাতালের ফিজিশিয়ান ডঃ মো. আশরাফ উদ্দিন আহমেদ, স্কয়ার হাসপাতালের মো. জাহিদুল হাসান, ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার মোহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।


মুক্তআলো২৪.কম