১৮ মে ফ্রান্সে,
‘কাজী নজরুল ইসলাম`’ এর ১১৫ তম জন্ম বার্ষিকী উদযাপন!
ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২০ মে ২০১৪ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ পিএম, ৫ জুন ২০১৪ বৃহস্পতিবার
আলোক চিত্রঃ - দোলন মাহমুদ ও ফয়সাল আহাম্মেদ দীপ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে- "নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদ ফ্রান্সে"র উদ্যোগে "আলোচনা সভা ও কবিতা সন্ধ্যা"র আয়োজন করা হয়।গত ১৮ মে রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হলে "নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদ ফ্রান্সে"র আহবায়ক নজরুল অনুরাগি খোরশেদ আলম পাটোয়ারীর সভাপতিত্বে কবি বদরুজ্জামান জামান ও সাংবাদিক ওয়াহিদুজ্জামানের মনোমুগ্ধকর যৌথ উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহণ করেন, বাংলাদেশ থেকে আগত এন আর বি প্রেসিডেন্ট শাকিল চৌধুরী, বিশিষ্ট লেখক ও কবি ড. সৈয়দ কামাল আহমেদ,
সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি ও প্যারিস ভিশন নিউজ সম্পাদক আব্দুল মান্নান আজাদ, সাংবাদিক ও আবৃত্তিকার ওয়াহিদুজ্জামান, ফ্রঁন্সে আবেক রাব্বানী স্কুলের পরিচালক রাব্বানি খান, কমিউনিটি নেতা সূরুজ আলী মাষ্টার ,বিয়ানি বাজার সমিতির সাবেক সভাপতি রমজিদ আলী উকিল, সাথী চ্যারিটি ফ্রান্সের সভাপতি সামির উদ্দিন প্রমুখ।
নজরুলের লেখা কবিতা পাঠে অংশ নেন ফ্রান্সে অবস্থিত বিশিষ্ট কবি ,প্রাবন্ধিক,সাহিত্য সমালোচক , জার্নালিষ্ট, ফটোগ্রাফার, ব্লগার ,ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি অরাজনৈতিক স্বতন্ত্র কন্ট্রিবিউটর কবি দোলন মাহমুদ, বাংলাদেশীদের মধ্যে সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম পুরোধা হাসনাত জাহান,বিশিষ্ট আবৃত্তিকার সাইফুল ইসলাম, কবি বদরুজ্জামান জামান , সাংবাদিক গোলাম মোর্শেদ,
আবৃত্তিকার শামীম ভুঁইয়া, আবৃত্তিকার ওয়াহিদুজ্জামান,কবি রেজাউল হায়দার চৌধুরী , মুনির হোসেন , শিশু শিল্পী এরিনা পাটোয়ারী প্রমুখ।