কাউনিয়ায় বাঁধের রাস্তার মাটি ব্যবহার হচ্ছে চুলা ও ঘর লেপার কাজে
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধের রাস্তার সাদা এটেল মাটি ব্যবহার হচ্ছে চুলা এবং ঘর লেপার কাজে। ফলে নদী রক্ষা বাঁধটি চরম ঝুকিতে পরলেও কর্তৃপক্ষের নজরে আসে না।
সরেজমিনে উপজেলার টেপামধুপুর সদরাতালুক ভায়ারহাট এলাকায় বাঁধের রাস্তায় গিয়ে দেখা গেছে, বাঁধের রাস্তার সাদা এটেল মাটি চরের লোক জন খুরে নিয়ে যাচ্ছে। বর্তমানে চরাঞ্চলে অধিক বসতি স্থাপন হওয়ায় বসত ভিটা ও চুলা লেপার জন্য মানুষ চরের লোকজন রাস্তা খুরে মাটি নিয়ে যাচ্ছে। এর ফলে বাঁধের রাস্তা যেমন একদিকে চিকন হয়ে যাচ্ছে, অন্যদিকে মাটি না থাকায় মারাত্মক ঝুকিতে পড়েছে বাঁধটি। এভাবে মাটি নিতে থাকলে একসময় বাঁধের রাস্তাটিই থাকবেনা।
রাস্তা ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা সহ বন্যার পানি সহজেই ভিতরে প্রবেশ করবে। সদরা তালুক গ্রামের মোতালেব জানায় চরের লোকজন কে মাটি নিতে বারন করলে তারা উল্টো বলে তোর বাবার রাস্তা। সরকারের রাস্তার মাটি নেই তাতে তোর কি। বীর মুক্তিযোদ্ধা ইউসুব আলী জানান, এভাবে মাটি নিতে থাকলে বাঁধের রাস্তাটি অস্তিত্বের সংকটে পড়বে। এব্যপারে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার। এলাকাবাসী বাঁধটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাটি নেয়ার বিষয়টি জেনেছি, চকিদারদের বলেছি যারা মাটি নেয় তাদের বারন করতে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, বিষয়টি সরে জমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।
মুক্তআলো২৪.কম