আশায় ছিটমহলবাসী মমতার মন্তব্যে

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৩ জুন ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০১:৩৫ পিএম, ৪ জুন ২০১৪ বুধবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 বাংলাদেশে ও ভারতের ভূখণ্ডে থাকা যে ছিটমহলগুলো বিনিময় করলে সমস্যা হবে না, তা নিয়ে আলোচনা হবে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার পর সেই ছিটমহলগুলো বিনিময় করা যেতে পারে।’ গতকাল সোমবার পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে অবস্থিত রাজ্য সচিবালয় ‘উত্তর কন্যা’য় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ ও ভারত দুই দেশের ভূখণ্ডে থাকা ১৬২ ছিটমহল বিনিময় প্রশ্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যে ছিটমহলবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।যদিও গত বছর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে গিয়ে মমতা বলেছিলেন, এক ছটাক জমিও হস্তান্তর করা হবে না। শুধু তা-ই নয়, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ছিটমহল বিনিময় নিয়ে সংসদে বিল উত্থাপন করতে চাইলেও বাধা দিয়েছিলেন মমতা।পরে অবশ্য এ বছরের এপ্রিলে লোকসভার নির্বাচনের প্রচারের সময় কোচবিহারের দিনহাটায় এসে মমতা সুর অনেকটা বদলিয়ে বলেন, ছিটমহলের বাসিন্দাদের ওপর জোর করে তিনি কিছু চাপিয়ে দেবেন না। বাসিন্দাদের যেভাবে সুবিধা হয়, আলোচনার মাধ্যমে তা করা হবে। কিন্তু এবার সুর আরও অনেকটা নরম করলেন মমতা।এদিকে কোচবিহারে ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা বলেছেন, এবার হয়তো ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় ত্বরান্বিত হবে। দিনহাটার কোয়াতুর কুঠি ছিটমহলের বাসিন্দা সাহেব আলি এবং রাকিবুল মিয়া মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যকে স্বাগত জানান। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই অবিলম্বে ছিটমহল বিনিময় হোক। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এবার হয়তো সেই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারব।প্রসঙ্গত, ১৬২ ছিটমহলের মধ্যে বাংলাদেশের ৫১টি ভারতের ভূখণ্ডে আর ১১১টি ভারতীয় ছিটমহল আছে বাংলাদেশের ভূখণ্ডে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত আজ প্রথম আলোকে বলেন, ‘ছিটমহল বিনিময় নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্যে আমরা খুশি। আমরা দীর্ঘদিন ধরে  ছিটমহল বিনিময়ের জন্য আন্দোলন করে আসছি। এবার হয়তো আমাদের দাবি পূরণ হবে। ছিটমহলবাসী ফিরে পাবে মৌলিক অধিকার। একটা দেশে বাস করার ছাড়পত্র, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি পাবে।মমতার এই মন্তব্যের পর রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, মোদি সরকার মুখে যা-ই বলুক না কেন, বাংলাদেশের সঙ্গে এখনই তারা বিতর্কে যাবে না। সংসদে বিজেপির রয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা। আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএর রয়েছে ৩৩৫ আসন। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন দুই-তৃতীয়াংশ সাংসদের অর্থাত্ ৩৬২ সাংসদের সমর্থন প্রয়োজন। জয়ললিতার ৩৭ সাংসদের সমর্থন পেলে এনডিএ সংবিধান সংশোধন করে ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন করতে পারবে। যদিও কংগ্রেসের নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের সংবিধান সংশোধন করার মতো শক্তি ছিল না। ফলে ২০১১ সালে ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় মমতার আপত্তিতে তিস্তার পানি বণ্টন চুক্তি এবং ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন করতে পারেনি। এবার হয়তো আর সেই সমস্যা থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি ইচ্ছে করলে তিস্তা বা ছিটমহল বিনিময়  চুক্তি সম্পাদনের জন্য সংসদে পাস করিয়ে নিতে পারবেন সংবিধান সংশোধনী বিল। তবে প্রধানমন্ত্রী সেটি করবেন কি না, সে প্রশ্নটি রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে।