এ.কে. দুলাল এর কবিতা-
`বায়বীয় প্রেম`
এ.কে. দুলাল
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ১২:১১ এএম, ২০ জুন ২০১৪ শুক্রবার | আপডেট: ০১:২৮ এএম, ২০ জুলাই ২০১৪ রোববার
কোনদিন দ্যাখা হয় নাকো ; সুহাসিনী ! তুমি কতদূর থাকো ?
বাতাসের সাথে বাতাসের , বাষ্পের সাথে বাষ্পের
হয়তো সহসা সংঘর্ষও হয়। বায়বীয় প্রেম আমাদের ;উদ্ভ্রান্ত মনের,
দিগন্তে মিলিয়ে যায় – কোনদিন বাঁধে নাকো জট,
যদিও রয়েছি আমরা একই দিগন্তের পট ।
হয়তো এখানে , নয়তো ওখানে আমরা প্রবাহিত হই,
চকিতে চমকে দেখা , সে আশাতে রই ।
হয়তো বাতাসে মত নয় , হয়তো বাস্পের মতও নয় ;
হয়তো সহসা ঝড়ের রাতে , আঁধারের তল হতে
অবহেলে তুমি নিজে এসে আনমনে যাবে স্পর্শ করে –
ফের নিরাশার মাঝে , ক্ষুদ্র আলোক শিখা দিয়ে যাবে গড়ে ।
কোন কথা হবে নাকো ; শুধু স্তব্ধ হয়ে রবো কিছুক্ষণ ,
এমনি বায়বীয় প্রেম মনে করেছি লালন !
জীবনের হতে বহুদুর থাকো,তবু তুমি জীবনের ছবি আঁকো,
কোনদিন দ্যাখা হয় নাকো ;সুহাসিনী!তুমি কতদূর থাকো ?