ছেলেদের কাছে কিছু রোমান্টিক বিষয় যা মেয়েদের কাছে `অদ্ভুত`

অনলাইন ডেস্ক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত : ০৬:১৭ এএম, ২১ জুন ২০১৪ শনিবার | আপডেট: ০২:৪০ এএম, ৩ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

পার্থক্য রয়েছে নারী ও পুরুষের দৃষ্টিতে রোমান্টিক বিষয়গুলোর মধ্যে । পুরুষদের কাছে এমন  কিছু রোমান্টিক বিষয় রয়েছে যা নারীদের চোখে `অদ্ভুত` বলে বিবেচিত হয়। এখানে জেনে নিন পুরুষদের চোখে এমন সাতটি রোমান্টিক বিষয়।

*. একসঙ্গে সিনেমা দেখা : সব ছেলে সিনেমা দেখতে পছন্দ না করলেও তার প্রেমিকাকে নিয়ে ছবি দেখতে দারুণ পছন্দ করেন। বিশেষ করে তার পছন্দের কোনো ছবি হলে তো কথাই নেই। অথচ ছবিটি দুজন একযোগে উপভোগ করলেন কিনা তাতেই আসল রোমান্স লুকিয়ে রয়েছে।

*. সংসারে মেয়েদের টুকিটাকি কাজ করে দেওয়া : ছুটির দিনে বাড়িতে কোনো পুরুষ তার স্ত্রীকে সাহায্য করতে টুকিটাকি কাজ করে দেওয়ার মধ্যে রোমান্স বোধ করেন। যেমন, ঘরটা ঝাড়ু দিয়ে দিলেন বা আসবাবপত্র মুছে দিলেন। অথচ মেয়েদের কাছে এটা প্রতিদিনকার একঘেয়ে বিষয়।

*. আবেগঘন কথা না বলে সামলে রাখা : কিছুক্ষণ সময় একসঙ্গে কাটানোর পর হয়তো ছেলেটির মনে কোনো আবেগঘন কথার উদয় হয়েছে, কিন্তু তা বলার জন্য অপেক্ষা করার মধ্যে রোমান্স পান ছেলেরা। বিশেষ কোনো দিনে গোটা দিন পার করে হয়তো ডিনার টেবিলে মোম জ্বালিয়ে ছেলেটি ভালোবাসার কথা বলবে। মেয়েদের কাছে তেমন রোমান্টিক না হলেও ছেলেরা এতে দারুণ উত্তেজনা বোধ করেন।

*. বাসন-কোসন ধোয়া : একসঙ্গে লাঞ্চ বা ডিনার উপভোগের পর বাসনগুলো ধুয়ে দিতে এগিয়ে আসাটা ছেলেদের কাছে রোমান্সের বিষয়। তবে সঙ্গী বাসন ধুচ্ছে দেখতে করুণ বোধ করেন মেয়েরা।

*. আসনটি এগিয়ে দেওয়া : টেবিলে একসঙ্গে বসার আগে মেয়েদের আগে বসতে দিতে চেয়ারটি এগিয়ে দেওয়ার মাঝে রোমান্স আছে বলে মনে করে ছেলেরা। কিন্তু মেয়েদের কাছে এক ধরনের ভদ্রতা। সঙ্গিনীকে নিয়ে চলাফেরা ও বসবাসের ক্ষেত্রে ছেলেদের মধ্যে এটি সভ্যতা বা সৌজন্যবোধের চিহ্ন বলেই মনে করেন মেয়েরা।

*.শোয়ার আগে বিছানা গোছানো : ঘুমানোর আগে বিছানা গুছিয়ে দেওয়া বেশ রোমান্সের সঙ্গে করেন ছেলেরা। বিশেষ করে রোমান্টিক যুগল কিছু রোমান্টিক সময় বিছানায় কাটানোর আগে এ কাজটি করতে ভালো লাগে ছেলেদের। শুধু এ কাজটি দারুণ রোমান্টিক বিষয় নয়। বিছানায় কিছু চকোলেট আর বিছিয়ে দেওয়া মেয়েদের কাছে অনেক রোমান্টিক।

*. টিভির রিমোটটি সঙ্গিনীর হাতে তুলে দেওয়া : ছেলেরা টেলিভিশনের খুব ভক্ত বলে মনে করেন মেয়েরা। আবার দুজন একসঙ্গে টেলিভিশন নিয়ে বসলে মেয়েটির হাতে রিমোট তুলে দেওয়াতে রোমান্স পান ছেলেরা। এটা আসল ভাগাভাগি করে নেওয়া। অন্য কোনো বন্ধু থাকলেও ছেলেরা নিশ্চয়ই তাই করতেন। কিন্তু মেয়েটির হাতে তুলে দিলেই রোমান্স হয়ে যায় কি?

সূত্র : ইন্টারনেট