এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ০৬:৪১ এএম, ২১ জুন ২০১৪ শনিবার | আপডেট: ১২:৩৪ এএম, ২৬ জুন ২০১৪ বৃহস্পতিবার
টানা দশ দিনের ধর্মঘটের পর আবারো স্বাভাবিক নিয়মে চালু হচ্ছে ফ্রান্সের দুরপাল্লার ট্রেন এস.এন.সি.এফ। গতকাল শুক্রবার ফ্রান্সের সংসদে দুরপাল্লার রেল যোগাযোগ স্বভাবিক করার জন্য রেলওয়ের সংস্কার সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব পাশ হয়েছে। এ সংশোধনীর ফলে ট্রেনের চালক ও নিয়ন্ত্রকদের কর্মবিরতির অবসান হতে যাচ্ছে। ফ্রান্সের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। সুত্র জানায়, আজ শনিবার থেকে প্যারিস থেকে বিভিন্ন প্রদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলো স্বাভাবিক সময়সূচী অনুযায়ী চলবে। তবে ইল দ্য ফ্রান্সের মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচী পূর্বের অবস্থানে যেতে কিছুটা সময় লাগবে।আর.ই.আর এ, বি, সি, ডি এবং ই নির্ধারিত সময়সূচী স্বাভাবিক মেনে দশটির স্থলে ছয়টি ট্রেন চালু রাখবে বলে জানা গেছে। পূর্বে এ লাইনগুলোয় ঘন্টায় চারটি ট্রেন চালু থাকলেও আগামী রোববারের পর তা স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে। এদিকে গতকাল শুক্রবার ফ্রান্সের সংসদে রেলওয়ের সংস্কার সংক্রান্ত বিলটি পাশ হওয়ার পর এস.এন.সি.এফ গ্রুপের মানব সম্পদ বিষয়ক পরিচালক ফ্রাসোয়া নগুয়ে রেলওয়ের চারটি পৃথক ট্রেড ইফরিয়নকে একসঙ্গে কাজ করার আহবান জানান।
রেলওয়ের চালক ও নিয়ন্ত্রনকারীদের দাবী দাওয়া নিরসনের মাধ্যমে আগামী বছরের পহেলা জানুয়ারী থেকে রেলওয়ের ব্যাপক সংস্কার হবে বলে জানানো হয়।