বেড়ায় নামে মাত্র কৃষি মেলার উদ্বোধন মেলায় দেখা যায়নি কৃষকদের
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৪ জুন ২০২৩ রোববার
বেড়ায় নামে মাত্র কৃষি মেলার উদ্বোধন মেলায় দেখা যায়নি কৃষকদের সমালোচনার ঝড়
পাবনা বেড়া প্রতিনিধি: আজ রবিবার দুপুরে বেড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষি মেলা -২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরার কবির ।আলোচনা সভা শেষে মেলা সমাপ্ত ঘোষনা করেন।
তিন দিনের মেলা ১ দিনে শেষ। কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষক আঃ রাজ্জাক রাজা, বাঙ্গাবাড়িয়া কৃষক জাহাঙ্গীর বলেন নামে মাত্র কৃষি মেলা আমার মত অনেকে এই মেলার বিষয়ে জানে না, বাড়িতে আছি আমি ও জানি না কেমন করে এই মেলার আয়োজন করে ভেবে পাইনা এ ধরনের মেলায় সকল কৃষক অংশ নিবে তারা উপকৃত হবে। প্রকল্পের টাকা হরিলুট করার জন্য এই লোক দেখানোর মেলার আয়োজন । বেড়া উপজেলার কৃষি কর্মকর্তা নুসরার কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করলে অজুহাত দেখিয়ে এরিয়ে ।
বেড়ায় নামে মাত্র কৃষি মেলার উদ্বোধন মেলায় দেখা যায়নি কৃষকদের সমালোচনার ঝড়। 'অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। নামে মাত্র অনুষ্টানের উদ্বোধন করা হয়েছে।
মুক্তআলো২৪.কম/মুরাদ হোসেন