মাসুম বাদল এর কবিতা-
`বন্দিনী`
মাসুম বাদল
মুক্তআলো২৪.কম
প্রকাশিত : ১২:১০ এএম, ২৬ জুন ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩০ পিএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
(১)
বিনামূল্যে
অমূল্য উষ্ণ চুম্বন
এঁকে দিতে কিংবা
লুফে নিতে শেখেনি যে পুরুষ
সেই লাখোপতি
পতির ওমহীন বাহুডোরে বন্দিনী-
নন্দিনী ডুকরি কয়-
“ও সানাই!
এমনো বাসর তুই আনিলি কি-সে
গেয়ে না-কি কেঁদে”?
(২)
রোজ প্রাতে
তৃপ্ত পতিদেব কর্মে বাহিরিবে যবে
তারও আগে সিনান সারি’
অতৃপ্ত কপালে আঁকি যে সিঁদুর
ও’ সিঁদুরে মায়া নেই যেনো-
অগ্নি বা বিছুটি-সম জ্বলে ।।
=====================