ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
Breaking:
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের        দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান     
৩৯৪২

অগ্নিলার নাটক ঈদে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০১৪   আপডেট: ১৩ জুলাই ২০১৪

নাঈম ও অগ্নিলা

নাঈম ও অগ্নিলা

মিষ্টি মেয়ে অগ্নিলা সম্প্রতি দেশে ফিরে ‘বিপ্রতীপ’ নাটক ও বেশ কিছু কাজ করেছেন। এগুলোর কোনোটি প্রচার হয়েছে, কয়েকটি কাজ এখনও জমা আছে। এর মধ্যে ‘সাউন্ড অব সাইলেন্স’ নাটকটি প্রচার হবে আসন্ন রোজার ঈদে। এর গল্পে দেখা যাবে, শাওন আর নিঝুম একে অপরকে ভালোবাসে। তবে সে ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটে দূরে দূরে থেকে, আকার ইঙ্গিতে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমতিয়াজ সজীব।

এতে নিঝুম চরিত্রে অগ্নিলা আর শাওনের ভূমিকায় অভিনয় করেছেন নাঈম। এ নাটকের আগে তারা একসঙ্গে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। অগ্নিলার সঙ্গে এ নাটকে কাজ করা প্রসঙ্গে নাঈম বলেন, ‘ও অনেক মেধাবী ও বিনয়ী অভিনেত্রী। বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করতে যেমন স্বাচ্ছন্দ্য পেয়েছি, নাটকেও ব্যতিক্রম হয়নি। দর্শকের কাছে বিশেষ অনুরোধ রইলো নাটকটি দেখার জন্য।’ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘সাউন্ড অব সাইলেন্স’।অগ্নিলা এখন কানাডায়। তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’ প্রচারের অপেক্ষায় আছে। এটি প্রযোজনা করেছেন অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ, পরিচালনায় আলী ফিদা একরাম তোজো।

 

আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত