ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা        জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল        শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস     
৩৫৪

আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪  

আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান

আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ সহায়তার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

হাসপাতাল থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন।

তিনি চিকিৎসারত সবার সঙ্গে দেখা করতে পারেননি। ব্রিটিশ হাইকমিশনার এসেছিলেন, তিনিও সবার সঙ্গে দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছিল। 

তিনি আরো বলেন, আমরা কথা বলে যেটা জানলাম, আন্দোলনকারী যারা আহত, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য আর্থিক সহায়তা তারা পাননি।
আমরা বুঝি, এর বাইরেও তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। সরকারের তরফ থেকে প্রতিশ্রুত এক লাখ টাকা তারা পাননি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এটার দায়িত্ব যারা নিয়েছেন, তারা যেন এই আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন। গতকাল বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য পাঁচ লাখ টাকা পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সেই টাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রয়োজন অনুযায়ী রোগীদের কাছে বিতরণ করবেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের দলের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই সহায়তা অব্যাহত রাখব। তবে যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের তালিকা করে শিগগিরই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহবান জানাই। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এমনও ইনজুরি আছে, এখানে তাদের চিকিৎসা সম্ভব না।

সরকারের কাছে আহ্বান জানাব, তাদের যেন দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়।এর আগে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দিতে হাসপাতালে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত