আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জন
বিশেষ সংবাদদাতা, ওয়াশিংটন ডিসি থেকেঃ
কবি,লেখক, সাংবাদিক আব্দুস সাত্তার
গত ২৮ নভেম্বর সকাল ১০টায় লস এঞ্জেলেস মোহাম্মদ আবদুস সাত্তার পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর তাঁর এই পি এইচ ডি করলেন। তাঁর পিএইচডি`র অভিসন্দর্ভের বিষয় ছিল Socio-economic condition of garment workers in Bangladesh.
আব্দুস সাত্তার ওয়াশিংটন কমিঊনিটির খুব পরিচিত মুখ। তিনি একাধারে কবি,লেখক, সাংবাদিক এবং সফল ব্যবসায়ী। তাঁর স্ত্রী লিজা সাত্তার জানান, গত ২৮ নভেম্বর লস এঞ্জেলেস এর হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ওয়ার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্ণিয়ার পিএইচডি গ্রাজুয়েশান। এই গ্রাজুয়েশান পর্বে আব্দুস সাত্তারের মেয়ে ও ছেলেও উপস্থিত ছিলেন।
লিজা সাত্তার জানান, আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব খুবই আনন্দিত এবং গর্বিত। তিনি সকলের দোয়া কামনা করেন।
পিএইচডি ডিগ্রী অর্জনের পরেই কবি আব্দুস সাত্তার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "মহান আল্লাহ তালাহকে অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। বাংলাদেশ ইন্সটিঊট অব হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট এর অধ্যাপক বাবুল ডি` নকরেক স্যারের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনিই প্রথম আমাকে পিএইডি করার জন্য উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছিলেন। মূলত তিনিই আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর সানিধ্য আমাকে জ্ঞান পিপাসু করেছে, বিনয়ী করেছে। তাঁর ভালোবাসার ঋণ শোধ হবার নয়।"
তিনি আরও বলেন, "বিগত ৫-৭ বছর আমার স্ত্রী-পুত্র-কন্যাদের যে সীমাহীন ত্যাগ তা বলে শেষ করার মত নয়। আমি তাঁদের কাছেও কৃতজ্ঞ।
আমেরিকান ওয়ার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্ণিয়ার ডীন ড. ম্যাকসিন অসুস্থ্য থাকায় একটিং ডীন ড. আমির সোসান পস সার্টিফিকেট হস্তান্তর করেন। গর্বের বিষয় হল এই গ্রাজুয়েশানে বাংলাদেশী আরও ৮ জন পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
পিএইডি ডিগ্রী অর্জনের পর আব্দুস সাত্তার ডীনকে হাসপাতালে দেখতে যান।
উল্লেখ্য, আব্দুস সাত্তারের লেখা `স্বপ্নেরা যায় উড়ে` (উপন্যাস), `শুধু তুমি` (কাব্যগ্রন্থ্য), `জোছনা আসে ফিরে` (কাব্যগ্রন্থ), `আব্দুস সাত্তারের প্রবন্ধ সংকলন` বেশ পাঠক নন্দিত। তিনি বেশ কিছু গানও লিখেছেন।
গত ২৮ নভেম্বর সকাল ১০টায় লস এঞ্জেলেস মোহাম্মদ আবদুস সাত্তার পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর তাঁর এই পি এইচ ডি করলেন। তাঁর পিএইচডি`র অভিসন্দর্ভের বিষয় ছিল Socio-economic condition of garment workers in Bangladesh.
আব্দুস সাত্তার ওয়াশিংটন কমিঊনিটির খুব পরিচিত মুখ। তিনি একাধারে কবি,লেখক, সাংবাদিক এবং সফল ব্যবসায়ী। তাঁর স্ত্রী লিজা সাত্তার জানান, গত ২৮ নভেম্বর লস এঞ্জেলেস এর হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ওয়ার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্ণিয়ার পিএইচডি গ্রাজুয়েশান। এই গ্রাজুয়েশান পর্বে আব্দুস সাত্তারের মেয়ে ও ছেলেও উপস্থিত ছিলেন।
লিজা সাত্তার জানান, আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব খুবই আনন্দিত এবং গর্বিত। তিনি সকলের দোয়া কামনা করেন।
পিএইচডি ডিগ্রী অর্জনের পরেই কবি আব্দুস সাত্তার তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "মহান আল্লাহ তালাহকে অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। বাংলাদেশ ইন্সটিঊট অব হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট এর অধ্যাপক বাবুল ডি` নকরেক স্যারের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনিই প্রথম আমাকে পিএইডি করার জন্য উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছিলেন। মূলত তিনিই আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর সানিধ্য আমাকে জ্ঞান পিপাসু করেছে, বিনয়ী করেছে। তাঁর ভালোবাসার ঋণ শোধ হবার নয়।"
তিনি আরও বলেন, "বিগত ৫-৭ বছর আমার স্ত্রী-পুত্র-কন্যাদের যে সীমাহীন ত্যাগ তা বলে শেষ করার মত নয়। আমি তাঁদের কাছেও কৃতজ্ঞ।
আমেরিকান ওয়ার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্ণিয়ার ডীন ড. ম্যাকসিন অসুস্থ্য থাকায় একটিং ডীন ড. আমির সোসান পস সার্টিফিকেট হস্তান্তর করেন। গর্বের বিষয় হল এই গ্রাজুয়েশানে বাংলাদেশী আরও ৮ জন পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
পিএইডি ডিগ্রী অর্জনের পর আব্দুস সাত্তার ডীনকে হাসপাতালে দেখতে যান।
উল্লেখ্য, আব্দুস সাত্তারের লেখা `স্বপ্নেরা যায় উড়ে` (উপন্যাস), `শুধু তুমি` (কাব্যগ্রন্থ্য), `জোছনা আসে ফিরে` (কাব্যগ্রন্থ), `আব্দুস সাত্তারের প্রবন্ধ সংকলন` বেশ পাঠক নন্দিত। তিনি বেশ কিছু গানও লিখেছেন।
- এম আর ফারজানা`র কবিতা-
`পতিতা` - প্যারিসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লাঞ্ছিত
- ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স এর মিলন মেলা
- ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অগ্নিকান্ডে বাংলাদেশী নিহত
- ফরাসী সম্মানসূচক নাইট উপাধি পেলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা` - ১৮ মে ফ্রান্সে,
‘কাজী নজরুল ইসলাম`’ এর ১১৫ তম জন্ম বার্ষিকী উদযাপন! - আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জন
- ‘প্যারিসে বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ঐতিহ্যবাহী মেজবান’
- ইউরোপের মাটি পতুর্গালে প্রতিষ্ঠিত হল আরেকটি বাংলাদেশী জামে মসজিদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`জীবনের বিচিত্রতা` - মালিহা হক এর কবিতা-
`কী হবে আর মনে রেখে` - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-
কিছু কথা না বললেই নয়...(০৯) - প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে ইস্রাইল বিরোধী বিক্ষোভ,সংঘর্ষ-আটক ৩৩
- কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-কবিতা
`পাখি...`