আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে:পরীমনি
মুক্তআলো২৪.কম
ঢালিউডের নায়িকা পরীমনি
‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে’।নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। আজ সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছেন তিনি।
পরীমনি লিখেছেন, ‘আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কোথায় চাইব? কে করবে সঠিক বিচার?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে পরীমনি লিখেছেন, ‘চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি, সবাই বিস্তারিত ঘটনা জেনে “দেখছি” বলে চুপ হয়ে যায়!’
কোথাও প্রতিকার না পেয়ে পরীমনি লিখেছেন, ‘আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সঙ্গে যা হয়েছে, তা যদি “আমি মেয়ে”, “লোকে কী বলবে” এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারও কী করার থাকবে তখন! আমি তাদের মতো কি চুপ করে থাকতে পারি, মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’
শৈশবে মা হারানোর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমার মা যখন মারা যান, তখন আমার বয়স আড়াই বছর। এত দিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার মনে হয়নি। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে, মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’সূত্রঃঅনলাইন,ফেসবুক।
মুক্তআলো২৪.কম
- নাক ফোড়ানোর গল্প কেটি পেরির
- দীপিকা
এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নারী ! - আলিয়া ভাট গার্নিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর
- ব্রিটনির মন পাখি হতে চায়!
- পদবি পাল্টাতে রাজি নন রানি বিয়ের পরও!
- অগ্নিলার নাটক ঈদে
- প্রেমে হাবুডুবু খাচ্ছেন পার্নো মিত্র
- ইভলিন শর্মা নতুন রূপে !
- নদীর ছবি আঁকি-শ্রীকান্ত আচার্য
- তামান্না ভাটিয়া
ভালোবাসায় বিশ্বাস এসেছে আমার সাইফ-কারিনাকে দেখে - সোফিয়া আবারও হলেন সবচেয়ে দামি অভিনেত্রী !
- নগ্ন মাইলি সাইরাস এবার মিউজিক ভিডিওতে
- সানি লিওন টারজানের এ যুগের প্রেমিকা !
- ভক্তকে চড় মারার কারণ জানালেন প্রিয়াঙ্কা
- মালাইকা এবার কোমরে ট্যাটু আঁকলেন