২৩৩৮
কচি রেজা`র কবিতা-
`আমি কেবল চেয়েছি হাড়্গুলো নীরব হোক`
কচি রেজা
আমি কেবল চেয়েছি হাড়্গুলো নীরব হোক
তারপর জল ভিক্ষা করেছে যে মাছ তার মত স্বপ্ন নিয়ে
একটি সস্তার পুকুরে মরতে চেয়েছি---
বদলে যাচ্ছে চোখের পৃষ্ঠা আর কবে যেন
এক মা হারা মাছের চোখের লাল হয়ে যাওয়া দেখছিলাম
সেই থেকে হাড় বেজে উঠলে আমি আর গান শুনিনা ,
বধির এক জলপদ্ম জড়িয়ে ডুবে যাই
অসুখকালীন ঘুমের ভিতর লম্বা হয় আমার হাতের আঙুল
আরোগ্যের পর তাই কেটে ফেলি চুল আর নখ
আমার হাড়ের ঘর এমন খাঁ খাঁ করে কেন
----------------------------
আরও পড়ুন
মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`এ দেশটা তো জল্লাদের নয়`