আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা
মুক্তআলো২৪.কম
সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে মো. আমির হামজার নাম বাদ দিয়েছে সরকার। শুক্রবার (১৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। সাহিত্যে প্রয়াত আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে আমির হামজাকে বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের জন্য ৬ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়া হচ্ছে। তারা হচ্ছেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক।
এছাড়া চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ (বিডাব্লিউএমআরআই)।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে 'স্বাধীনতা পুরস্কার ২০২২' এর জন্য মনোনীত করা হয়।
মুক্তআলো২৪.কম
- শিশুকবি আল তোহা নয়ন এর দুইটি কবিতা
- এ্যাড.শামসুল হক টুকু`র
"আত্নকথন" পর্ব:০২ - বিলকিস আরা ক্ষমা`র কবিতা-
‘স্মৃতির অতলে’ - এ্যাড.শামসুল হক টুকু`র
"আত্নকথন" পর্ব:০১ - মাসুম বাদল এর কবিতা-
`ওগো বৃষ্টি দেখা মেয়ে` - আকাশে পাখিরা ধর্মঘট করতে চাইলে আমরা বাধা দেবার কে?
- মোতালেব শাহ আইয়ুব এর ছোট গল্প- `ক্যাটবেরী চকোলেটের টিন`
- অমিতাভ দাশ এর কবিতা
`অভিমান` - বিনু মাহবুবা`র কবিতা - `সে এক তীক্ষ্ণ তোলপাড় !`
- হৃদয়ে শামসুজ্জোহা স্যার :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- রেজওয়ান তানিম এর কবিতা-
`প্যারিস থেকে নিখিলেশ` - শর্মিষ্ঠা ঘোষ এর অনুগল্প- `টিকটিকি`
- বিনু মাহবুবা`র গল্প- `একজন সম্পুর্ণ মানুষের গল্প`
- বিনু মাহবুবা`র গল্প-
`জীবন` - আজ কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী