ইউরোপের মাটি পতুর্গালে প্রতিষ্ঠিত হল আরেকটি বাংলাদেশী জামে মসজিদ
ফ্রান্সের বিশেষ সংবাদদাতা `দোলন মাহমুদ`
যুগে যুগে পৃথিবীতে যখন ইসলামের শত্রু এক শ্রেণীর শাসক গোষ্ঠির হাতে শোষন হচ্ছে মুসলমানরা তখনও ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় থেমে থাকেনি মুসলমানরা। যে যেভাবে হোক ইসলামকে সমুন্নত রেখেছে। তার ধারাবাহিকতায় আজ প্রবাসে বাংলাদেশী মুসলমানরাও পিছিয়ে নেই।তেমনি ইউরোপের দেশ পতর্ুগালে আরেকটি বাংলাদেশী জামে মসজিদ প্রতিষ্ঠিত করে ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার প্রতিফলন ঘটালেন ইউরোপের পতর্ুগালের কয়েকজন প্রবাসী বাংলাদেশী মুসলিম তরুণ। পর্তুগালের আমাধরা শহরে তিনজন প্রবাসী বাংলাদেশী মুসলিম তরুণ এর দীর্ঘ এক বছর আপ্রাণ প্রচেষ্টার ফলে গত ২০শে জুন রোজ শুক্রবার আরেকটি বাংলাদেশী জামে মসজিদের (ASSOCIACAO NK - MESQUITA DA REBOLEIRA) উদ্বোধন হল।
উদ্বোধন করেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, সাধারন সম্পাদক এবং ASSOCIACAO NK - MESQUITA DA REBOLEIRA মসজিদ এর সম্মানিত সহ-সভাপতি জনাব সওকত ওসমান। উপস্থিত ছিলেন নতুন বাংলা মসজিদ এর সভাপতি জনাব মুহাম্মদ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন,পর্তুগাল আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব এম এ খালেক, সাংগঠনিক সম্পাদক জনাব সফিকুর রহমান, পর্তুগাল বি.এন.পির যুগ্ন সম্পাদক ইউসূফ তালুকদার, সহ-সভাপতি কাযিম এমদাত, বাইতুল মোকার্রাম মসজিদের খতিব জনাব আবু সায়িদ উপস্থিত ছিলেন এবং আরো উপস্থিত ছিলেন সামাজিক বাক্তিত্ত রানা তাসলিম উদ্দিন এবং জনাব সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিল আমাধরা শহরের আফ্রিকান মুসলিম কমিউনিটি। উপস্থিত সকলে জুম্মা নামায শেষে বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যাণের উদ্দেশ্যে আল্লাহর নিকট প্রার্থনা করেন এবং নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।
- এম আর ফারজানা`র কবিতা-
`পতিতা` - প্যারিসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লাঞ্ছিত
- ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স এর মিলন মেলা
- ফ্রান্সের ওবারভিলিয়ে শহরে অগ্নিকান্ডে বাংলাদেশী নিহত
- ফরাসী সম্মানসূচক নাইট উপাধি পেলেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা` - ১৮ মে ফ্রান্সে,
‘কাজী নজরুল ইসলাম`’ এর ১১৫ তম জন্ম বার্ষিকী উদযাপন! - আব্দুস সাত্তারের পিএইচডি ডিগ্রী অর্জন
- ‘প্যারিসে বৃহত্তর চট্টগ্রাম পরিষদের ঐতিহ্যবাহী মেজবান’
- ইউরোপের মাটি পতুর্গালে প্রতিষ্ঠিত হল আরেকটি বাংলাদেশী জামে মসজিদ
- দোলন মাহমুদ এর কবিতা-
`জীবনের বিচিত্রতা` - মালিহা হক এর কবিতা-
`কী হবে আর মনে রেখে` - প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে ইস্রাইল বিরোধী বিক্ষোভ,সংঘর্ষ-আটক ৩৩
- কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-কবিতা
`পাখি...` - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-
কিছু কথা না বললেই নয়...(০৯)