ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১৪ মার্চ
মুক্তআলো২৪.কম

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১৪ মার্চ, যোগ হচ্ছে পাঁচ জোড়া বাড়তি ট্রেন
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে । এছাড়া এবারের ঈদে যোগ হচ্ছে পাঁচ জোড়া বাড়তি ট্রেন। থাকবে না আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক কোন বিরতি।
আজ রোববার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ জোড়া বাড়তি ট্রেনের মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১, চাঁদপুর ঈদ স্পেশাল-২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৪ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৭, শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ চলবে ময়মনসিংহ- কিশোরগঞ্জ- ময়মনসিংহ রুটে; পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ চলবে জয়দেবপুর- পার্বতীপুর- জয়দেবপুর রুটে।
ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে ২টা ৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে ১০টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ৫টা ৪৫ মিনিটে।
ঈদ উপলক্ষে ২৪ মার্চের অগ্রিম টিকেট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকেট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকেট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকেট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকেট বিক্রি হবে ১৮ মার্চ, ২৯ মার্চের টিকেট বিক্রি হবে ১৯ মার্চ, ৩০ মার্চের অগ্রিম টিকেট বিক্রি হবে ২০ মার্চ।
যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকেট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্ত:নগর ট্রেনের টিকেট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। অগ্রিম ও ফিরতি যাত্রার টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে।
একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪ টি টিকেট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার টিকেট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রয় করা হবে।
ঈদে ফিরতি যাত্রার টিকেট পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের জন্য সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।
৩ এপ্রিলের অগ্রিম টিকেট বিক্রি হবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকেট বিক্রি হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকেট বিক্রি হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকেট বিক্রি হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকেট বিক্রি হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের অগ্রিম টিকেট বিক্রি ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে ৩০ মার্চ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৭ মার্চ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। টিকেটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ২৪ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুর মুখী আন্ত:জোনাল আন্ত:নগর ট্রেনে কোন টিকেট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্ত:নগর ট্রেনে কোন টিকেট ইস্যু করা হবে না। ঈদ যাত্রা শুরুর দিন ২৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুত যান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। ঈদের ১০ দিন পূর্বে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে পরিচালনা করা হবে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫টি মোবাইল অ্যাপস চালু সেবা জনগণের কাছে পৌঁছে দিতে