ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
Breaking:
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের        দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান     
২৮০৬

সম্পাদকীয়

এ কে খন্দকার’কে আমার ছিঃ

মোঃসরোয়ার জাহান

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪

তিনি আমার জন্ম স্থান যেখানে... পাবনা জেলা`র সন্তান, ছোট্র বেলায় নিজের গর্ব হতো আমি পাবনা জেলার সন্তান হিসাবে ,অথচ সেই গর্ব আজ আমার হেমলক*,বিষ মনে হচ্ছে ...মনে হচ্ছে সবটুকু ইন্দ্রিয় দিয়ে তার রস পান করছি।..যাকে এতো ভালোবাসতো সে মানুষ কি করে এতো বড় বেইমানি করতে পারলো....পুরো নুতন প্রজন্মকে একটা দ্বিধা-দ্বন্দে ফেলে দিলো....ভুল লোভের ফাঁদে পা দিয়ে কোন কলমে লিখলেন এতো বড় মিথ্যে এক গল্প ?

অথচো এদের কাছেই জাতি সত্য ইতিহাস জানতে চায় ,হতে পারতো তা এক ইতিহাসের দলিল তা হলো ...হেমলক*,বিষ -বাংলাদেশের মানুষের কাছে !এ কে খন্দকারকে শুধু বলবো “ভেতরে বাইরে” লিখতে এক বারো মনে হয় নাই নুতন প্রজন্মের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য কি বিষ দিয়ে যাচ্ছি ; ক্ষমা চান পুরো জাতীর কাছে …যে দেশ ..বঙ্গবন্ধু’র ,আমাদের দেশ,আগামী প্রজন্মের দেশ,লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ,সবার সর্বপরি বঙ্গবন্ধু’র বাংলাদেশ।পৃথিবী যতদিন টিকে থাকবে বাংলাদেশও তত দিন এই বিষে বিষে ..পুরো জাতী পুঙ্গ হয়ে যাবে !,ছিঃ ছিঃ ছিঃ ….আমার হৃদয় থেকে বলছি তাকে আমরা বাঙালী,আমরা মানুষ সবাই মিলে মিশে শান্তিতে থাকতে চাই।বাঙালী জাতীর কাছে তার ক্ষমা চাইতে হবেই এবং ,ঐ মঞ্চে সে দিন যারা ছিলো তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের সবাইকে ,এক এক করে ,এর জবাব..এবং.. সত্য জাতীকে বলতে হবে।*হেমলক* …হচ্ছে বিষাক্ত ঔষধির গাছ।

আরও পড়ুন
সম্পাদকীয় বিভাগের সর্বাধিক পঠিত