২৪৮৬
ইন্দ্রনীল ছেত্রী`র কবিতা-
`এক চিলতে জমি`
ইন্দ্রনীল ছেত্রী

এক চিলতে জমি
বাসভুমিতে অস্থির,
দারকাকেরা পালা করে
কীট-পতঙ্গের বসবাস
আর্তনাদ ব্যাখ্যা খোঁজা
জীবন এক জীর্ণ প্রহাস ।
ঠাসবুনটে আস্থা প্রতিবাদী
পিঁপড়ার দলে প্রবীণ বেশে
গিরিদুর্গ পথ হাটা,
সূর্য লাগে অবরুদ্ধ
চন্দ্রকান্তা চোখের পরে
লোহিত শ্বাস আঁকড়ে ধরা ।
বিবাদে চলে ঘোর সংসার
আহাজারি বাতাসে ভেসে,
জীবন তবু গন্তব্য রথে
অনিবার্য পানিতে হাঁটে,
এসব লাগে দৃশ্য কাব্য
জিজ্ঞাসাতে জ্যান্ত মমী
রুদ্রে রুদ্রে রুদ্রাক্ষ ।
--------------
আরও পড়ুন
মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - কবি মোঃ সরোয়ার জাহান এর কবিতা ‘রীতিনীতি’