শ্রদ্ধা জানাই
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মদিনে
সরোয়ার জাহান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
১২৬৮ সালের ২৫ শে বৈশাখ ইংরেজি ১৮৬১ সালের ৭ মে রাত আড়াইটার পর কলকাতার জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুর লেনের ৬ নম্বর বাড়িতে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ব্রাহ্ম ধর্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদাসুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে ১৪তম সন্তান ও অষ্টম পুত্র। কালজয়ী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, একাধারে গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, দার্শনিক, সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদও ছিলেন।
তিনিই বিশ্বের একমাত্র কবি, যার দুটি কবিতা দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। দীর্ঘ এক শতক ধরে তার কবিতা, গল্প, গান, নাটক, উপন্যাস আমাদের জাতীয় ও ব্যক্তিজীবনে ক্রমাগত অনুপ্রেরণা যুগিয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী আজ।
তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ বিশ্বসভায় মর্যাদার আসন লাভ করে। ইংরেজি সংস্করণের জন্য ১৯১৩ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার লাভ করেন তিনি। তিনিই বিশ্বের একমাত্র কবি, যার দুইটি কবিতা দুইটি দেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
শিল্প-সাহিত্যের পাশাপাশি শিক্ষা সংগঠন, স্বদেশের মুক্তি আন্দোলন, শান্তির পক্ষে অবস্থান গ্রহণসহ বাংলার গ্রামীণ জনগণের কল্যাণে কৃষিব্যাংক ও সমবায় উদ্যোগ তাকে পরিণত করেছে মাটির কাছাকাছি এক চিরকালীন মানবহিতৈষী হিসেবে।
তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ বিশ্বসভায় মর্যাদার আসন লাভ করে। ইংরেজি সংস্করণের জন্য ১৯১৩ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার লাভ করেন তিনি। তিনিই বিশ্বের একমাত্র কবি, যার দুইটি কবিতা দুইটি দেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
রাত্রি হলো ভোর।/আজি মোর/জন্মের স্মরণপূর্ণ বাণী,/প্রভাতের রৌদ্রে-লেখা লিপিখানি/হাতে করে আনি/দ্বারে আসি দিল ডাক/...উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে।/মোর চিত্ত-মাঝে/চির-নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ।চির-নূতনেরে দিল ডাক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মদিন। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি সাধনে তার ৮০ বছরের অমূল্য জীবনসাধনার তুলনা শুধু তিনিই তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই হৃদয়ের ভালোবাসা দিয়ে।
- সম্পাদকীয়
আজ শুক্রবারের জুম্মার খুতবা এবং আমাদের সজাগ দৃষ্টি - তবুও স্বপ্ন দেখি .....!
- সম্পাদকীয়
এ কে খন্দকার’কে আমার ছিঃ - বঙ্গবন্ধুর ছয় দফা নতুন করে বিশ্লেষণের দাবি রাখে
- ইদানিং প্রশ্ন জাগে
সরকারের বাস্তবিক ও নৈতিক কর্তৃত্ব কতটা সুদৃঢ় ! - শ্রদ্ধা জানাই
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মদিনে - সুপার সাইক্লোন `আম্ফান সঙ্গে জরুরী সামাজিক দূরত্ব মেনে চলা
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ ।
- পাবনার বেড়া মডেল থানায় লকডাউন এর সপ্তম দিন
- মাননীয় প্রধানমন্ত্রী,ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন
- মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা
- দক্ষ মানবসম্পদ তৈরির কারিগর উন্নয়নে নজর
- মাননীয় প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানবেন।