ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
Breaking:
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের        দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান     
৩৮৬০

এম আর ফারজানা`র কবিতা-

`জ্যোৎস্নারাতে মৃত্যুর অপেক্ষা`

এম আর ফারজানা

প্রকাশিত: ১৫ মে ২০১৪   আপডেট: ২৫ জুন ২০১৪

আমি এ ভূবন ছেড়ে
যাব খুব তাড়াতাড়ি ঐ ঊর্ধগগনে।
তাই শুনে বন্ধু আমার
খুলে তার বন্ধ মনের দ্বার
দেখতে এসেছে আমায় সংগোপনে।

 

দিয়েছি পাড়ি অনেক পথ আমি
একা একা বহুদূর ।
আজ জ্যোৎস্না রাতে রবে বন্ধু আমার সাথে,
হোক না সে ক্ষন ছোট- তবু ও তা সু-মুধুর।

 
দক্ষিনা বাতাসের মৃদু কম্পন
গাছের শাখায় কিছু স্পন্দন,
গুনছি আমি শেষ নিঃশ্বাসের প্রহর।
দেবদূত আজ আসবে আমায় নিতে নাইওর।

 
খেলেছি আমরা বহু লুকোচুরি খেলা
করো না বন্ধু আমায় আজ অবহেলা
থাক সাথে যতক্ষন আছে এ দেহে প্রাণ
চলে যেও তুমি সেই চেনা পথে,
হলে আমার জীবনের আবসান ।

( কবিতাটি “নারী ও স্বদেশ” বইয়ে প্রকাশিত)।

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত