ট্রাম্পের হুঙ্কারে পিছু হটলেন গুস্তাভো পেট্রো
মুক্তআলো২৪.কম

ট্রাম্পের হুঙ্কারে পিছু হটলেন গুস্তাভো পেট্রো
বিতাড়িত অভিবাসীদের বহনকারী মার্কিন দুইটি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে না দেওয়ায় দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেবেন বলে হুঁশিয়ার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের ওপরও পাল্টা শুল্ক আরোপের হুঙ্কার দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তবে গুস্তাভোর এই হুঁশিয়ারি বেশিক্ষণ টিকলো না।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার ওপর আর কোনো শুল্ক আরোপের পথে যাচ্ছে না। কারণ কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া বোগোটা অভিবাসী নিতে রাজি হয়েছে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, কোনো সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই মার্কিন সামরিক বিমানে অভিবাসী ফেরত নিতে রাজি হয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে এমন চুক্তির প্রশংসাও করেছে হোয়াইট হাউজ।
এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, ফেরত পাঠানো হবে এমন অভিবাসীদের নিয়ে দুইটি সামরিক সামরিক সান ডিয়েগো থেকে রওনা দিয়ে রোববার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু পরে জটিলতার কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়।
এর পরেই রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জরুরি ও চূড়ান্ত পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং দেশটির সরকারের কর্মকর্তা, তাদের সহযোগী ও সমর্থকদের ভিসা অবিলম্বে প্রত্যাহার করা হবে।
এর জবাবে পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পাল্টা শুল্ক আরোপ ও কলম্বিয়ার ঐতিহ্য উদযাপনের ঘোষণা দেন। তিনি বলেছেন, আপনার পদক্ষেপে আমি ভীত নই। কারণ কলম্বিয়া সৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের হৃদয়ে আছে।
তবে শেষমেশ ট্রাম্পের হুঁশিয়ারিতে পাত্তা পেলো না পেট্রোর হুঙ্কার। দেশটি কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া সামরিক বিমানে করে অভিবাসী নিতে রাজি হয়েছে।
মুক্তআলো২৪.কম
- নেপথ্যে থেকে যাওয়া কিছু রহস্য মনিকার মুখ খোলার গল্প!
- ফিরোজা বেগমের মৃত্যুতে শোকাচ্ছন্ন পশ্চিমের আকাশ
- বেনাপোল সীমান্তে কড়া নিরাপত্তা ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে
- মোশাররফকে জবাব দেবেন মোদি নিউ ইয়র্কে শরীফকে বয়কট করে
- ১৮ লাখ রুপি সঞ্চয় ভিক্ষা করে!
- সাবেক নেতা ঝু ইয়ংক্যাং আটকচীনা কমিউনিস্ট পার্টির
- ইসরায়েলের ২৫০ কোটি ডলার খরচ গাজায় ৫০ দিনের যুদ্ধে
- গিনেজ বুকে এসএমএস লিখে!
- এস.এন.সি.এফ. এর ধর্মঘট স্থগিত
- বিশ্বের প্রথম সুস্থ পান্ডা ট্রিপলেটের জন্ম হলো চীনে
- গণহত্যা চলছেই নিহত ৬৮৭
তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েল গাজায় হামাসের - ডোনাল্ড ট্রাম্প অবশেষে অচলাবস্থা নিয়ে পিছু হটলেন
- মোদি সরকার কেমন হবে
- আইএসকে ৩ বছরে নির্মূল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৭৮ লাখ টাকায় মালালার ছবি বিক্রি