ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
Breaking:
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের        দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান     
১৭৪৬

দ্বিতীয় দিনে টিকা নিলেন আরও ৪৬ হাজার ৫০৯ জন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১  

দ্বিতীয় দিনে টিকা নিলেন আরও ৪৬ হাজার ৫০৯ জন

দ্বিতীয় দিনে টিকা নিলেন আরও ৪৬ হাজার ৫০৯ জন


সারাদেশে আজ আরও ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ ও ১০ হাজার ৬৬৬ জন নারী। সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দুই দিনে মোট ৭৭ হাজার ৬৬৯ জন করোনা ভাইরাসের টিকা নিলেন। গণটিকাদান কার্যক্রমের প্রথম দিন রবিবার টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়।

সোমবার যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৯২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগের দিন ২১ জনের সামান্য উপসর্গ হয়েছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার ৫ জন টিকা নিতে নিবন্ধন করেছেন।

দেশের ১ হাজার ৫ কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়। টিকা দেওয়ায় নিয়োজিত আছেন ২ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী। ভ্যাকসিন কেন্দ্রে নিয়োজিত আছেন ৭ হাজার ৩৪৪ জন কর্মীও। ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজধানীর ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়।

মুক্তআলো২৪.কম       

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত