পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি,পায়রা সমুদ্র বন্দরে ১
মুক্তআলো২৪.কম
পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালী, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস): দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এর প্রভাবে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর ও বাউফল, দশমিনাসহ বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে নদ-নদী ও সাগর স্বাভাবিক রয়েছে। বৃষ্টির প্রভাবে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (দুই) জানানো হয়েছে, নিম্নচাপটি শনিবার বিকেল ৫টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে একহাজার ১৪০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল, এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রা সমুদ্রবন্দরকে একনম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন উপজেলায় নিম্নচাপের প্রভাবে মাঠে থাকা আমন ধান, বাদাম ও আগাম তরমুজ চাষীরা দুশ্চিন্তায় রয়েছেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- ২৫টি মোবাইল অ্যাপস চালু সেবা জনগণের কাছে পৌঁছে দিতে