ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
Breaking:
সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা        জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচন দিন : মির্জা ফখরুল        শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থা দরকার : ড. মুহাম্মদ ইউনূস     
৩০১৩

রেজওয়ান তানিম এর কবিতা-

`প্যারিস থেকে নিখিলেশ`

রেজওয়ান তানিম

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৪   আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৪

রমা,

তোমায় কি নামে ডাকলে এখন শোভন শোনায়
একদম জানা নেই আমার। আসলে কি জানো,
একজন শিল্পপতির স্ত্রী’র প্রতি লেখা পত্রে, কোন সম্বোধনে
তার আভিজাত্য অটুট থাকে, সেটা কি করে
জানবে বলো- রুই ডি ফ্লচ, প্যারিসের সামান্য এক
পথশিল্পী। ছোট্ট পার্কে বসে যে সকাল থেকে
রাত অব্ধি একে চলে ফর্সার চোটে,
ফ্যাকাসে হয়ে থাকা শ্বেতাঙ্গ রমণীদের
খোলাপিঠের ফরমায়েশি পোর্ট্রেট; তার এরকম রমা
বলা-ঢের অভব্যতা। জানি মেমসাহেব কিংবা
ম্যাডাম বললেই চুকে বুকে যেত সব;
কেমন শ্রদ্ধা, ভক্তি এসে যেত শুনলেই! কিন্তু কেন যেন পারিনা।
লিখতে গেলেই মনে পড়ে যায়
এই মদমোয়াজেলের আদরে আদরেই আমি একদিন
যুবক থেকে পুরুষ হয়ে উঠেছিলাম!


রমা, মনে পড়ে...
আর্ট কলেজের তথাকথিত জিনিয়াস
নিখিলেশ স্যানাল যখন ক্যানভাস হাতে নিত,
তখন কত কে আসত ছবির নায়িকা হতে?
তাদের নয়নের গান, পায়নি তুলির স্পর্শ আমার!
শুধু একটি মুখ, একে গেছি অজস্রবার।
অতীত টতীত মনে আনি না একদম,
ও শুধু পোড়াতেই জানল! খুব ভালো করেই জানি
আর কারো বাহুলগ্না রমা আজ শুধুই
মাংসল শিল্প কোন, বিলিয়নিয়ারের দৃষ্টিসুখের ইনভেস্টমেন্ট!
আর আমার দেখার জন্যে অবশিষ্ট কেবল
ছোট্ট এই পার্ক, তার সবুজ অন্ধকার!

 
রমা, কেমন চলছে তোমার সংসার?
একাকী আমার থেকে বোধহয়
অনেক, অনেক ভালো। জানো রমা, আমি কিন্তু
ইচ্ছে করে অকৃতদার নই। খুব করে চেয়েছি
একটা বিশ্বস্ত শরীর কিনতে, হোক যেনতেন;
শুধু একটা সতেজ শরীর। কিন্তু এই
দু কুড়ি বয়স পার করেও,
আজো কোন রমণীকে বোঝাতে পারিনি,
রোজ অন্ধকারে আমারো ইচ্ছে হয় খুব
দীঘল চুলের সাগরে মুখ গুজে দিতে। খুব বিশ্বাসের,
খুব আপন কারো খোলা পিঠে আদরের
হাত বুলাতে। স্বপ্নগুলো থেকে যায়।
আমিও তাই রাতভর স্বমেহণ সেড়ে
সকাল হতেই আর্টের ব্যাগটা নিয়ে বসে পড়ি
পার্কের বেঞ্চিতে। রমা, কোনদিন যদি
প্যারিসে বেড়াতে আসো, রুই ডি ফ্লচের এই
পার্কটাতে এসো। খোলা চুলে সাহেবি গাউন শোভিত
তোমার আরেকটা পোর্ট্রেট আঁকব!


নিখিল


চিঠিটা কখনো পৌছায় না রমা’র হাতে,
কেননা নিখিল জানেনা রমা এখন মনোবিকার
নিরাময় কেন্দ্রে।

===============================

(মান্না দে’র কফি হাউজ থেকে অনুপ্রাণিত)

আরও পড়ুন
শিল্প-সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত