ফল প্রকাশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার
অনলাইন
ফল প্রকাশ হয়েছে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার। এ পরীক্ষায় ৩১ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানিয়ে দেওয়া দেবে।নিবন্ধন পরীক্ষায় মোট ৪ লাখ ৪১ হাজার ৯শ ৭৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে স্কুল পর্যায়ে আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৯শ ৩৪ জন, স্কুল পর্যায়-২ এ ২১ হাজার ৪শ ৩১ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৪৬ হাজার ৬শ ১৪ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে ২ লাখ ২৩,০৩৭ জন, স্কুল পর্যায়-২-এ ১৬ হাজার ৯শ ৮৩ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ১৬ হাজার ৯শ ৪২ জনসহ সর্বমোট ৩ লাখ ৫৬ হাজার ৯শ ৬২ জন।উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুলপর্যায়ে-৬৩ হাজার ৮শ ৪০ জন, স্কুল পর্যায়-২-এ ২ হাজার ২শ ১১ জন ও কলেজ পর্যায়ে ৪৭ হাজার ২শ ৪৬ জনসহ সর্বমোট ১ লাখ ১৩ হাজার ২শ ৯৭ জন।
স্কুল পর্যায়ে পাসের হার ২৮ দশমিক ৬২ শতাংশ, স্কুল পর্যায়-২-এ পাশের হার ১৩ দশমিক ০১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৪০ দশমিক ৩৯ শতাংশ। সার্বিক পাসের গড় হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।
১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্য়ায়ে ২৩টি, স্কুল পর্যায়-২-এ ২৪টি এবং কলেজ পর্যায়ে ৩৫ টিসহ মোট ৮২টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। গত ৩০ ও ৩১ মে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- কাবা শরিফ ছিল ছায়ামুক্ত আজ মধ্যাহ্নে
- চার্লস ডারউইন
`বিবর্তনবাদ` তত্ত্ব ! - ডা. দেবী শেঠীর আমন্ত্রণে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
- নারীও পর্নোগ্রাফিতে পুরুষের অনুরূপ আচরণ করে
- জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ি আয়োজন করেছে ফিচার লিখন কর্মশালা
- মান বাড়েনি দেশে প্রাথমিক শিক্ষার হার বাড়লেও: বিআইজিডি
- ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান শিক্ষামন্ত্রীর
- পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীণবরণ
- ফার্মাসিস্টদের জরুরী স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তিকরণ
- ২ নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু
- দেশি-বিদেশি সব টিভি চ্যানেল সংযোগ ছাড়াই দেখা যাবে
- প্রতি আসনের বিপরীতে ৮২ জন জগন্নাথে ভর্তি পরীক্ষায়
- কোলকাতায় সন্মাননা পেলেন অধ্যাপক ডা.স্বপ্নীল
- ফল প্রকাশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার
- সোমবারের পরীক্ষা স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের