ফ্যাশন মডেল দর্শক থেকে
অনলাইন ডেস্ক
অ্যাক্সেলি ডেসপিগেলারি।
এসেছিলেন দর্শক হয়ে খেলা উপভোগ করতে। আর বনে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ব্র্যান্ডের ফ্যাশন মডেল।একেই বলে কপালের লিখন। তিনি হলেন ১৭ বছর বয়সি বেলজিয়ামের সমর্থক অ্যাক্সেলি ডেসপিগেলারি। ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ খেলায় নিজ দেশকে সমর্থন দিতে গ্যালারির সরব উপস্থিতির কারণে ফটোগ্রাফারদের ক্যামেরায় ফ্রেম বন্দী হয়েছিলেন তিনি। আর এতেই কপাল খুলে যায় অ্যাক্সেলির।
গ্যালারি থেকে খুব দ্রুতই চতুর্দিকে ছড়িয়ে পড়ে বেলজিয়ান সুন্দরির ছবি। আর তাতেই আকৃষ্ট হয়ে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ল’রিয়েল তাদের মডেল হিসেবে চুক্তিতে নিয়ে নেয় অ্যাক্সেলিকে।
রাশিয়ার সঙ্গে বেলজিয়াম দলের ম্যাচ চলাকালে নিজ দলের জাতীয় পতাকার রঙ মেখে গ্যালারিতে হাজির হয়েছিলেন অ্যাক্সেলি। সেখানেই ক্যামেরাবন্দী হন ১৭ বছর বয়সী ওই তন্বী কিশোরী।
অবশ্য বিশ্বকাপের গ্যালারি থেকে তারকা হবার ইতিহাস এটিই প্রথম নয়। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সমর্থক সিম মিনাও বিশ্বকাপের গ্যালারি থেকে সন্ধান পেয়েছিলেন নতুন ক্যারিয়ারের। নিজ দলকে সমর্থন জানাতে মাঠে হাজির হওয়া মিনার ছবি ফটোগ্রাফারদের বদৌলতে ক্রীড়া পাতায় স্থান পায়। ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে যায় তার সপ্রতিভ মুখের ছবি। সেখান থেকে তিনি রেকর্ডিংয়ের চুক্তির প্রস্তাব পান।
পরবর্তী এক যুগ মডেলিং ক্যারিয়ার নিয়ে আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। সিঙ্গাপুরের বিশ্বকাপ তারকাদের তালিকার শীর্ষ পাঁচে পৌছে গিয়েছিলেন মিনা। সূত্র: ওয়েবসাইট
- ঈদে
“অনলাইনে কেনাকাটার নতুন দিগন্ত নক্ষত্র ই-কমার্স” - আজ পয়লা ফাল্গুন
- স্তন ক্যান্সারের কি ঝুঁকি রয়েছে রাতে ঘুমানোর সময় ব্রেসিয়ার পরায়?
- অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে বলা হয় ‘বদলে দেওয়ার নায়ক’
- সমুদ্রজয় ১৯,৪৬৭ বর্গকিমি
- মস্তিষ্ক সুস্থ ও ভালো রাখার কিছু উপায় !
- প্রতিদিনের সাধারণ কাজের তালিকা সফল ব্যক্তিদের
- ‘মাটমাটা’ গুহাবাড়ির শহর
- তরুনদের যথাযথ দক্ষতা বিকাশের প্রত্যয় নিয়ে ‘যুব শক্তি এবং সংযোগ’
- ১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের সমাবেশে অসহযোগের ডাকদিলেন বঙ্গবন্ধু
- মধ্যবয়স্ক নারীদের প্রতি আকৃষ্ট হয় ছেলেরা যে কারণে
- এক অদেখা চিত্র মহাকাশের
- আকর্ষণীয় ফিচার আইফোন ৬ ও ৬ প্লাসের
- বিস্ময়কর সার্ফিং ৬ বছরের শিশুর!
- ফ্যাশন মডেল দর্শক থেকে