ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫ || ২০ চৈত্র ১৪৩১
Breaking:
তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের        দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান     
৩০২৫

দোলন মাহমুদ এর কবিতা-

`বসন্ত দেখ, নীল কষ্ট দেখনা`

দোলন মাহমুদ

প্রকাশিত: ১৫ মে ২০১৪   আপডেট: ২৮ মে ২০১৪

আজ আমি তার কথা বলতে এসেছি,,
যে কিনা আমাকে স্বপ্ন দেখাত স্বপ্ন গড়তে,
ছোট ছোট কষ্ট গুলোকে গিলে ফেলে
কি করে বাচতে হয় তা শিখাতো।

 
আজ আমি তার কথা বলতে এসেছি,,
যে কিনা আমায় প্রেম শিখালো
ভালবাসার হৃদয় ক্রোড়ে,
জীবনটাকে সাঁজিয়ে ছিল
বসন্তের ঐ শুভ্র ফুলের সমারোহে।

 
আজ আমি তার কথা বলতে এসেছি,,
যে আমাকে স্বপ্ন গড়ার স্বপ্ন দেখিয়ে
এক এক করে গলা টিপে হত্যা করেছে
আমার প্রত্যেকটি স্বপ্ন স্বত্বাকে,

 
যে আমার সততা ও বিশ্বাসকে দূর্বল ভেবে
বিশ্বাস ঘাতকতার চাবুক মেরে
ক্ষত-বিক্ষত করে দিয়েছে।

 

এখন আমার কিছু কথা তোমাদের বলতে এসেছি,,
তোমরা বসন্ত দেখ, উল্লাস কর
বসন্তে ফোটা ফুলের রেনুর গভীরের
নীল কষ্ট গুলো দেখনা।

 
তোমরা উৎসব কর, স্বপ্ন বুনো স্বপ্ন উড়াও
স্বপ্ন স্বত্বার মৃত্যুর চিৎকার শুনতে পাওনা,
তোমরা আবেগ আপ্লুত হয়ে উচ্ছাস কর উচ্চ স্বরে
কিন্তু এক একটি উচ্ছল হাসির আত্মহননের
বুক ফাঁটা চিৎকার শুনতে পাওনা,

 
স্বপ্ন ভরা চোখ কতটা কষ্টে গাঢ় নীল হয়
তা তোমরা দেখনা,
দেখ শুধু আত্ম কেন্দ্রীক সুখ
ভাব শুধু একক বৃত্তে স্বাথর্।


ভাবনা, কতটা দ্রোহে কতটা ঘৃনায়
এখন নিজেকে সৎ ভাবতে ভয় হয়
বড় ভয় হয় কাউকে বিশ্বাস করতে।

 
এখন আমি নিজের কথাই বলছি,,
এখন আমি বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি
চলতে শিখেছি এক একা,
স্বপ্ন গুলোকে বুনতে শিখেছি
নিজের করে আপন তরে।

 
কারন আমি কবি
কবিরা পরাজিত হতে পারেনা,
কবিরা জয়ী ও চিরঞ্জীব তার স্বত্বায় এবং সৃষ্টিতে।
আমার বড় পরিচয় আমি কবি এবং কবি,
আমার সৃষ্টিতে আমি একজন স্রষ্টা।
========================
পহেলা ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ*
১৩ ফেব্রুয়ারী ২০১৪ ০৫:০০টা
প্যারিস, ফ্রান্স।

 

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত