ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪ || ২ কার্তিক ১৪৩১
Breaking:
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বামীর কবরে চিরনিদ্রায় মতিয়া চৌধুরী        হাইকোর্টে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি        শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি        রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির     
৫০১

বেড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন:ডেপুটি স্পীকারের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ জুন ২০২৪  

বেড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন:ডেপুটি স্পীকারের

বেড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন:ডেপুটি স্পীকারের


বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, বেড়া পৌরসভা এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কি ভাবে সবাই একসাথে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন তিনি।

আজ (বুধবার)বেড়া পৌরসভার ডাক বাংলা মোড়ে বেড়া ডায়াবেটিক সমিতির নব নির্মিত ভবন, হুরাসাগর নদীর উপর প্রস্তাবিত ব্রিজ ও পোর্ট চত্বরে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ডেপুটি স্পীকার। এসময় পরিদর্শনে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

পরিদর্শনকালে মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরাদেশের মত আমার নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ এ অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় গত ১৫ বছর যাবত আমি আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নে পরিশ্রম করে যাচ্ছি।
ডেপুটি স্পীকার তিনি বলেন,এগুলো আমার নির্বাচনী এলাকা, পাবনা ও সিরাজগঞ্জসহ উত্তর বঙ্গের জনগণের দীর্ঘদিনের দাবি। এগুলো বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশে আরও কিছু উন্নয়ন পালক যুক্ত হবে।

পরিদর্শনে মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য মো: সেলিম রেজা, বেড়া পৌর মেয়র এ্যাডভোকেট এস এম আসিফ সামস্ রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।





মুক্তআলো২৪.কম

 
 
 
 
আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত