মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা`
সুইডেন থেকে কবি মালিহা হকঃ

আমার নাম বোরখা,
আমার জন্ম হয়েছিল
আজ থেকে বহু যুগ আগে
আরব দেশে,
সে দেশে মরুভূমির বালিঝড়ে
আর উত্তপ্ত হওয়ায়
আমার জন্ম তা কিন্তু শুধু নয় ,
আমার জন্ম পরপুরুষের
লোলুপদৃষ্টি থেকে নারী কে সুরক্ষা ।
কাজ টি আমি খুব সুনামের
সাথেই পালন করছিলাম,
কিন্তু বাদ সাধলো কুচক্রীর দল
তারা আমাকে প্রধান হাতিয়ার
হিসাবে করলো ব্যবহার ।
মানুষ কে ধোকা দেবার মত
এর চেয়ে ভালো জিনিস আর নেই !
আমাকে পরিধান করে নারী
এখন ছিনতাই কারী,
রাতের আঁধারে সংগোপনে
ফাইভ স্টার হোটেল মোটেলে
যাতায়াত করে বোরখাওয়ালী ।
আমি যে খুবই খারাপ তা কিন্তু নই
আমার লেবাসটি ধারণ করে
বুদ্ধিমতি মেয়েরা,
মা-বাবার বিশ্বস্ত মেয়ে হয়ে
মন্নুজান-রোকেয়া হলের পেছনে
ভর দুপুরে নির্জনে চুমু খায় ।
বাবা-মা পাশের বাড়ির
জিন্স পরা মেয়েটির দিকে
তাচ্ছিল ভরে তাকায় ,
গর্বিত বুকে মহা সুখে
নিশ্চিন্ত মনে তারা ঘুমায় ।
==================
- মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’
- মাসুম বাদল এর কবিতা
ফের যদি ডেকে উঠতো’ - এ কে দাস মৃদুল এর কবিতা-
‘শীতল হবো যুগল চোখের শ্রাবণে’ - মালিহা হক এর কবিতা-
`বোরখার আত্মকথা` - কবি মোঃ সরোয়ার জাহান এর প্রেমের কবিতা ‘মধ্যরাতে হঠাৎ’
- প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত
- বারবার শপ
কবি কাজী জহিরুল ইসলাম এর একটি কবিতা - মোঃ সরোয়ার জাহান এর নতুন প্রেমের কাবিতা
‘মেমসাহেব’ - কবিতা-১০
কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯ - সৌভিক দা`র কবিতা
বিক্রিত পন্য ফেরত লওয়া হয় না... - মৌসুমী সেন এর কবিতা-
`মানদণ্ড` - পৃথা রায় চৌধুরী`র কবিতা-
`ফাটল` - নীল আলো`র কবিতা-
`ঝিনুক ঢেকে রাখে মুক্তাকে` - সরোয়ার জাহান এর কবিতা-
‘বিনীত বেদনা…০২’ - কবি মোঃ সরোয়ার জাহান এর কবিতা ‘রীতিনীতি’