পল্লব মাহমুদ এর কলাম-
`শুনেই মনে হতে পারে এ আবার নতুন কী ?`
(সম্পাদক,অন্যলোক) পল্লব মাহমুদঃ
শান্তিনিকেতন। শুনেই মনে হতে পারে এ আবার নতুন কী ? কতবারই তো গেছি। ...তারপরও বলুন কখনও কি পুরনো হয়েছে এই চিরন্তন ভালোলাগার জায়গাটি ? নির্জন প্রকৃতি, মাটি, লাল মাটির রাস্তা, বাউল গান, খোয়াই বন, আর কিছুটা এগুলেই কোপাই নদী সবমিলিয়ে একেবারে অন্যরকম। এক কথায় বলা চলে শান্তির স্বর্গ শান্তিনিকেতন।প্রকৃতির আদিম সৌন্দর্য আজও এখানে অটুট। এবার আমার ভারত ভ্রমনের এক অনবদ্য কাব্য।
প্রথম দিকটায় শরীর আর মনের কথা ভেবে ইচ্ছেয় ততোটা জোড় ছিলনা। ২৭ ঘন্টার অসহ্য বাস জার্নির পর, ‘আমি আর বিছানা’ এর বাইরে কিছুই ভাবতে পারছিলাম না। তারপরও শেখর দা’র কথা, উপেক্ষা করি কি করে ? আমরা চললাম হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে বীরভূমের উদ্দেশ্যে। প্রকৃতির টান তো রয়েছেই, সঙ্গে আছে শান্তিনিকেতনের মূল আকর্ষন কবিগুরুর বিশ্বভারতী। রবীন্দ্রনাথের শেষ জীবনের আবাসন উত্তরায়ণ, আছে রবীন্দ্র মিউজিয়াম। আছে কবির স্মৃতি বিজরিত উদয়ন, কোনার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী। শান্তিনিকেতনের শ্রেষ্ট আকর্ষণ বসন্তোৎসব। এই সময় গানে মুখরিত হয়ে ওঠে শান্তিনিকেতনের আকাশবাতাস।
মন ভোলানো বাউল গানের আসরে দাদা গাইলেন অচিন পাখির পথ হারাবার গান, কী উদাস করা সে সুর, আমি শুনলাম। হারিয়ে যাওয়া অনেক স্মৃতিই তখন জড়ো হতে থাকলো বীরভূমের পশ্চিম আকাশের গোধূলী আলোয়। বিরহী বাতাসে তখন আবেগের জল কনা আমার অস্তিত্বের সাগরে তুলেছে তুমুল ঢেউ............!
- এম আর ফারজানা`র কবিতা-
`জ্যোৎস্নারাতে মৃত্যুর অপেক্ষা` - স্বাস্থ্যসেবা এবং উপেক্ষিত ফার্মাসিস্টদের অবদান:সাদেকুর রহমান
- কলাম-
`কেবল ব্যক্তিস্বার্থই ধ্বংস করছে একটি বৃহত্তম রাজনৈতিক দলকে` - `বৃটেনের কার্ডিফে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত`
- কয়েছ আহমদ বকুল এর কলাম-
`শামীম আইভী বিতন্ডা আমাদের মিডিয়া ও অসহায় আইন` - এ.কে. দুলাল এর কবিতা-
`বায়বীয় প্রেম` - আমি সব ভুলে যাই, তাও ভুলি না ছাত্রলীগের বোল!
- এলিজা আজাদ এর কবিতা-
`আমার জীবন কাহিনী কি করে শোনাবো তোমায়` - কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-
কিছু কথা না বললেই নয়...(১০) - একজন অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া আর একটি প্রশ্ন
- কয়েছ আহমদ বকুল এর কলাম-
সম্প্রচার নীতিমালঃ আদৌ কি প্রয়োজন ছিলো! - পল্লব মাহমুদ এর কলাম-
`শুনেই মনে হতে পারে এ আবার নতুন কী ?` - ফেরদৌস হাসান খান এর কবিতা-
`শব্দের বৃষ্টি` - দোলন মাহমুদ এর কবিতা-
`অগূঢ়ে আক্ষেপ` - কয়েছ আহমদ বকুল এর কলাম-
`অরণ্যে রোদন অথবা সমকালীন বিলাপ`