ঢাকা, ০৮ জানুয়ারি, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
Breaking:
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া      এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে খালেদা জিয়া      খালেদা জিয়ার বিদেশযাত্রা, নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তিব্বতে ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি, জীবিতদের খোঁজে অনুসন্ধান চলছে        দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান        বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন     
৪০

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৫  

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি


প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। পরে সচিবালয়ের সামনে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে ৯ দফা দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন।

তারা সেখানে ৩০ মিনিট অবস্থানের পরে শিক্ষা ভবনের দিকে চলে যায়। এসময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যায়। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত