ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ || ২৯ চৈত্র ১৪৩১
Breaking:
আবার রেকর্ড দামে সোনা, ভরি ১ লাখ ৬৩ হাজার টাকা      আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের দণ্ডাদেশ সরকারের জন্য লজ্জার’        `মার্চ ফর গাজা` কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি     
৪২

স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫  

স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল


সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর সবগুলো রিপোর্ট ভালো। মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের অবস্থা ভালো।তিনি সুস্থ ও ভালো আছেন।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

এর মধ্যে বৃহস্পতিবার ফখরুলের নামে একটি ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে তার স্ত্রীকে নিয়ে এক পোস্ট আলোচনার জন্ম দেয়।

২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও অস্ত্রোপচার নিয়ে আবেগঘন ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।ফেসবুক পোস্টটি সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেইনি।’ তিনি উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করেন না।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত