৪৩২ কোটি টাকা ছাড়াল ডিএসইতে লেনদেন!
অনলাইন ডেস্ক
১৮ কার্য দিবসের মধ্যে ডিএসইতে লেনদেন ৪৩২ কোটি টাকা ছাড়াল। সারাদিন মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলে দুই পুঁজিবাজারে। সকাল বেলা সূচকের উর্দ্ধমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও ২০ মিনিট পরেই শুরু হয় দরপতন। ১২ টা ৪০ মিনিটে সূচকের কাটা আবার উপরের দিকে উঠতে শুরু করলেও বেশিক্ষণ স্থির থাকতে পারেনি। সারাদিনে সাত বার সূচক উপরে উঠার চেষ্টা করে। তবে সূচকের উঠানামা করলেও বাজারে বহুজাতিক কোম্পনির শেয়ার লেনদেন বেশি হওয়ায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গত ১ জুনের চেয়েও ভাল হয়েছে। সপ্তাহের দ্বিতিয় কার্যদিবসে লেনদেনের পরিমাণ বাড়লেও দরপতন ঘটে অধিকাংশ কোম্পানির শেয়ারের। সিএসইতে এ দিন দরপতন ঘটে অধিকাংশ কোম্পানির শেয়ারের।বাজার বিশ্লেষণে দেখা যায়, সাড়ে ১১টায় ডিএসইতে গত দিনের চেয়ে সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৭৫ পয়েন্টে। পরে আবার সূচক নিচের দিকে নামে। মোট সাত বার সূচক উপরের দিকে উঠার চেষ্টা করে সফল হলেও স্থির থাকতে পরেনি। রোববার প্রথম দিকে সর্বোচ্চ ২৯ পয়েন্ট বাড়লেও দুপুর ২ টার সময় নেতিবাচক ধারায় চলে। দিনশেষে সূচক আবার ১ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৪৮৭ পয়েন্টে। ২৭ পয়েন্ট পর্যন্ত সূচক বাড়লেও নেতিবাচক ধারায় মার্কেট লেনদেন শেষ হয়।এ সময় লেনদেন হয় ৪৩২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকার। যা বিগত ১৩ কার্য দিবসের মধ্যে সবোর্চ্চ লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ১৯০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি শেয়ার দর। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩৭৬ কোটি ৬ লাখ টাকার। যা তগকারে চেয়ে ৫৮ কোটি ৪৩ লাখ টাকা বেশি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনশেষে সার্বিক সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৭০৬ দশমিক ৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দর। দুপুর সর্বোচ্চ ৬৬ পয়েন্ট বাড়লেও দিন শেষে অধিকাংশ শেয়ারের দর কমায় সুচক নেমে আসে।লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা দশটি কোম্পানি হলো, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ওয়াটা কেমিক্যাল, মার্কেন্টাইল ব্যাংক, ডেল্টা লাইফ, হেইডেলবার্গ সিমেন্ট, বিএসআর এম স্টিলস লিমিটেড, এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
- শেয়ার নিয়ে শঙ্কা ইউনাইটেডের
- আজকের লেনদেন
পুঁজিবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে - সূচক অনেক বেড়েছে দুই পুঁজিবাজারে
- বিনিয়োগকারীরা বাজারে ঝুঁকছেন বিও হিসাব বেড়েছে ৫৯ হাজার এক মাসে
- ৭৩ কোম্পানির ১০-এর নিচে পিই
- ডেল্টা ব্র্যাক ২৫ শতাংশ লভ্যাংশ দেবে
- অব্যাহত সূচকের পতন
- পাঁচ দিন ছুটি ঘোষণা ঢাকা স্টক এক্সচেঞ্জে
- ১১ দাবি পুঁজিবাজার স্থিতিশীলতায়
- পুঁজিবাজার বিষয়ক মাষ্টার্স কোর্স চালু
- সূচক বাড়ল পুঁজিবাজারে নয় দিন পর
- পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
- মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ নীতিমালায় অনীহা
- নিম্নমুখী শেয়ারবাজার বাজেটকে ঘিরে
- নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে